
কর্ণফুলী(চট্টগ্রাম)প্রতিনিধি::
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব্রীজঘাট কাঁচাবাজার মোড় ও ইছানগর বিএফডিসি সংযোগ সড়কে অটোরিকশা, সিএনজি, চার চাকারও অধিক গাড়ি চলাচলে স্থানীয় লোকজনের নিরাপত্তা বিধান ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে কর্ণফুলী উপজেলা জামায়াতের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে ব্রীজঘাট-ইছানগর বিএফডিসি সংযোগ সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার সর্বস্তরের ব্যক্তিদের উপস্থিতে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরিদ আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী। এসময় বক্তারা বলেন, কর্ণফুলী উপজেলার ব্রীজঘাট একটি গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারে সাথে কর্ণফুলীর বিভিন্ন সড়কের( মইজ্জারটেক ও বিএফডিসি) সংযোগ রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। ব্রীজঘাট একটি কাঁচাবাজার এলাকা। এলাকার সকলে এ বাজার থেকে বাজার করে থাকে। এছাড়াও কর্ণফুলী নদী পারাপারে এ সড়কেই একমাত্র রাস্তা। বক্তারা আরো বলেন, এ সড়ক দিয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত রয়েছে। এছাড়া বিভিন শিল্প প্রতিষ্ঠানের ( ডায়মন্ড সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, এস. আলম সুগার, মেরিন ফিসারী, সী রিসোর্স লিমিটেড ও ডিপ সী লিমিটেড’র) কর্মকর্তা-কর্মচারীরা যাতায়াত করে। এ শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার লোকজনের। এলাকাবাসীর দাবি এ বাজারে যানজট নিরসনে একজন ট্রাফিক পুলিশ মোতায়েনের জন্য চট্টগ্রাম ট্রাফিক ডিসি মহোদয়ের নিকট আজকের এ মানববন্ধনের মাধ্যমে জোরালো আবেদন জানাচ্ছি।