
এম.শাহজাহান :
চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়ীয়া ৮নং ওয়ার্ড এলাকায় বৈদ্যুতিক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে একজন। নিহত ব্যক্তির নাম মোঃ আবদুল আজিজ (৩৮)। আজিজ দক্ষিণ গাছবাড়ীয়া আবদুল বারী হাটের নিকটবর্তী নয়ন খাতুন বাড়ি নিবাসী মোঃ সৈয়দের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায় বসতবাড়ির উত্তর- পশ্চিম পার্শ্বে বরুমতি খালের পাড়ে বাঁশ বাগানে বাঁশ কাটতে যায় আজিজ। এক হাতে বাঁশ ধরে অন্য হাতে দাঁয়ের কোপ দেয় আজিজ। সে সময় অসতর্কতার কারণে বাঁশের অগ্রভাগ বৈদ্যুতিক লাইনের তারে লেগে যায়। যার ফলে বিদ্যুৎ স্পর্শে আজিজের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি ঘটে আজ ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ১২ টায়। নিহত আজিজ পেশায় একজন মিনি ট্রাক চালক।
নিহত আজিজ দুই স্ত্রী, পাঁচ কন্যা, দুই ছেলে সহ অসংখ্য আপনজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। মৃত আজিজের লাশ আজ বাদে এশা স্থানীয় বাদশা’র পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে জানাযা শেষে দাফন করা হবে।