
চন্দনাইশ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রাম-১৪ আসন বাংলাদেশে কয়েকটি আসনের মধ্যে বিএনপি’র অন্যতম ঘাঁটি। এ আসন থেকে বিএনপি ধানের শীষ মার্কায় বার বার বিজয়ী হয়েছেন। তাছাড়া ফ্যাসিষ্ট সরকরের আমলে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলাসহ নানা নির্যাতনের শিকার হয়েছিলেন। তাই এ বিএনপির ঘাঁটিটি অন্যের কাছে ধার দিতে চায় না এটা তার একার কথা নয়, এটা বিএনপি ও সমর্থকদের মনে কথা। এ জন্য আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী প্রয়োজন। তিনি আশা করছেন বিএনপির দূর্গতে দলীয় প্রার্থী দিলে জনাব তারেক রহমান ও দলীয় হাইকমান্ডকে এ আসনটি উপহার দেওয়া সম্ভব হবে। গতকাল শুক্রবার বিকালে বরকল মৌলভীবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লিপলেট বিতরণ শেষে সাতঘাটিয়া পুকুর পাড় এলাকায় মিলিত হয়ে এক পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদ খান,চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস বাবুল, বরকল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি খোরশেদ আলম চৌধুরী, বিএনপি নেতা আবদুর রহিম চৌধুরী, আকতার হোসেন চৌধুরী, পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু,উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী, আবদুল্লাহ আল হারুন, কামাল মেম্বার, আবদুর রহমান,মোহাম্মদ ফারুক, আনিসুর রহমান প্রমূখ।