
চট্টগ্রামের চন্দনাইশ বরকল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময়সভা ও ৩১ দফা লিপলেট বিতরন অনুষ্ঠান ২২আগস্ট (শুক্রবার)বিকাল ৫টায় বরকল ফকিরটেকস্থ উচ্চ বিদ্যালয় হলরুমে বিএনপি নেতা এডভোকেট আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের সম্ভাব্য সাংসদ পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা: মহসিন জিল্লুর করিম।
প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলহাজ্ব মোক্তার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ওবায়দুর রহমান বাহাদুর, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য আসিফ সিকদার, বিএনপি নেতা জসিম উদ্দিন মিন্টু, নুরুল ইসলাম, এড সাদ্দাম হোসেন নিরবসহ যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা: মহসিন জিল্লুর করিম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায় লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে, আমাদেরকে আরো ধৈর্য ধরতে হবে সব সময় মানুষের পাশে থাকতে হবে। যেকোন রকম অন্যায় জুলুম অত্যাচার ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। জনগণের গণতান্ত্রিক বিজয় অতি সন্নিকটে, নতুন ও আধুনিক এক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ ইনশাআল্লাহ।