
চন্দনাইশ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে ধনী-গরীব ভেদাভেদ ও বৈষম্য থাকবে না বলে উল্লেখ করেছেন আসন্ন জাতীয় নির্বাচনের চট্টগ্রাম-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পিরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম। ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলার বরমা ইউনিয়নের বিভিন্ন এলাকার গ্রামে গ্রামে গণসংযোগ ও পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক অন্যতম সদস্য আলহাজ্ব মোক্তার আহমদের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফজলুল কবির, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ আবদুস ছবুর, জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম,কায়সার উদ্দিন, লিয়াকত আলী, ছাত্রদল নেতা সাকিব, জাহেদ,আমজাদ সহউপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।