
বাংলাদেশ জাতীয়তাবাদীদলের চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ৩ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে হাশিমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এম.এ.হাশেম রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। বিশেষ অথিতি ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম মোরশেদুল আলম চৌধুরী, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক নুর মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জসীম উদ্দীন হিমেল, আবদুর রহমান শ্যামা, মোঃ ইউছুপসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী জসীম উদ্দীন আহমেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য, মানুষের জন্য সর্বদা কাজ করে গেছেন। তার মৃত্যুতে বিএনপিসহ পুরো দেশের মানুষ একজন আর্দশ রাজনীতিবিদকে হারিয়েছেন আজ শোকাহত। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে বেহেস্তের উচ্চ মোকাম দান করার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং জনাব তারেক রহমানের ও বাংলাদেশ জাতীয়তাবাদীদলের প্রতিক ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলকে আহবান করেন।