
চন্দনাইশ প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্যে ৬ নভেম্বর বিকালে চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রৌশনহাট-বিজিসি ট্রাষ্ট এলাকার হাট-বাজার দোকানপাটের ব্যবসায়ী, পথচারী,চালকসহ বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে লিপলেট বিতরণ ও পথসভা করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
এসময় পথসভায় তিনি বলেন, জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী যুগোপোযোগী সঠিক বার্তা। আর বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান করেন।

এছাড়া তিনি আরো বলেন, চন্দনাইশ হলো বিএনপির দূর্গ, এ দূর্গ পূণঃ উদ্ধার করতে এবং নেতাকর্মীকে উজ্জ্বিত রাখতে দলীয় প্রার্থীর প্রয়োজন। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট রফিক উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস বাবুল, যুবদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, মোহাম্মদ হামিদ,আলমগীর, আবদুল করিমসহ বিএনপি,যুবদলও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।