
চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের সনদ ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান ২৪ আগস্ট (রবিবার) বিকাল ৩ টায় বরমা গ্রীণ ভিউ কনভেনশন হলে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রূপম কুমার নাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন , বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ জাফর আলী। বিশেষ অতিথি ছিলেন, বরমা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্সবন্দী, এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো: আবু ছৈয়দ, সাংবাদিক কফিলউদ্দিন, চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র কর্মকর্তা মো: মোজাম্মেল হক, খাইরুল ইসলাম রুবেল, মো: জাফর, মো: রায়হান, মাওলানা রুহুল আমীন, মাওলানা ওসমান গণি,মুজিবুর রহমান, মো: মিজান, মাওলা এমরানুল হক, মুন্নি আক্তার, রেজিয়া বেগম প্রমুখ। বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে অতিথি বৃন্দ স্কুল ব্যাগ, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন।