
চন্দনাইশ প্রতিনিধি :
চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (চকিএ) এর আয়োজনে ১৪তম মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ উৎসব মুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ ২৬ ডিসেম্বর, শুক্রবার এ মেধা বৃত্তি পরীক্ষা সফলভাবে সমাপ্ত হয়েছে। কোমলপ্রাণ শিশু শিক্ষার্থী ও অভিভাবক মহলে চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে। এবারের পরীক্ষাটি ১৪ তম বছর অতিক্রম করছে। পরীক্ষায়
কেজি মাধ্যম, এনজিও মাধ্যম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
মেধাবী শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় যোগ্যতা সৃষ্টির মাধ্যমে জ্ঞানভিত্তিক যোগ্য নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে বলে জানিয়েছেন এসোসিয়েশনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।
পরীক্ষার হল পরিদর্শন করেন চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি মো. শাহজাহান, গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন, সাবেক সভাপতি ছৈয়দ মঈনুদ্দিন বাবর, সাবেক সাধারণ সম্পাদক রূপম কুমার নাথ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়ের আহমদ রুবেল, আমানতছফা বদরুননেছা ডিগ্রি কলেজের অধ্যাপক আজগর আলী, জাফরাবাদ ফাজিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক মো.ইয়াছিন, এসো’র সাবেক অর্থ সচিব ব্যাংকার মো. ফরমান উল্লাহ,এসোসিয়েশনের সিনিয়র কর্মকর্তা মো.জাগির হোসেন, মো. জাফর, রূহুল আমিন, মো.ওসমান, মো. রায়হান, মো. সালাউদ্দিন, মো. মিজান, মো. আরাফাত, নাসিমা আক্তার, নাজমুল হোসেন, প্রমুখ সহ দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ।