1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ আসছে একই পরিবারের ৩ জনের লাশ। কাল বিকাল ৩ টায় জানাযা। প্রবাসে এক বছরে ফটিকছড়ির ১৪ জনের মৃত্যু। রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন। ফটিকছড়ির কাঞ্চননগরে আগুনে পুড়ল ৬ বসত ঘর। ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটার সময় ৬টি ডাম্প ট্রাক-খননযন্ত্র জব্দ। শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত। শাহ্সুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী খোশরোজ শরীফের সমন্বয় সভা অনুষ্টিত। ফটিকছড়িতে বন বিভাগের জায়গা উদ্ধার করতে গিয়ে ৩ জন আহত। ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ফটিকছড়ির ৩ জন নিহত। আহত-৩। চন্দনাইশে কেশুয়া মডেল শিশু নিকেতনে ক্ষুদে শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সভা অনুষ্ঠিত।

জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ঢাকা, ৩ জুন ২০২৫:
জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “প্রতিটি বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও কিছু উপসংহারে আসতেই হবে—বিশেষ করে সময়ের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে। আমাদের লক্ষ্য হলো আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সনদটি চূড়ান্ত করা।”

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, “কিছু বিষয়ে একমত হওয়া যাবে না, এটা স্বাভাবিক। প্রত্যেক দল তাদের নিজ নিজ অবস্থান, ইশতেহার ও রাজনৈতিক অভিপ্রায় ধরে রাখবে। তবে কেউ যদি অতিরিক্ত কিছু যুক্ত করতে চায়, সেটিও গ্রহণযোগ্যতার ভিত্তিতে আলোচনায় আনা যাবে।”

সংলাপের উদ্দেশ্য তুলে ধরে অধ্যাপক আলী রীয়াজ বলেন,
“আমরা এমন কিছু ক্ষেত্র চিহ্নিত করতে চাই, যেখানে সব রাজনৈতিক দল অন্তত ন্যূনতম পর্যায়ে ঐকমত্যে পৌঁছাতে পারে এবং সেগুলো নিয়েই জুলাই মাসে একটি জাতীয় সনদ প্রণয়ন করা যায়।”

তিনি বলেন, “এই সনদে কেবল সেসব প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে, যেগুলোর পক্ষে দলগুলোর সম্মতি থাকবে। যেসব বিষয়ে ঐকমত্য আসবে না, সেগুলোকেও আলাদাভাবে ‘আলোচিত হলেও ঐকমত্যে পৌঁছানো যায়নি’ হিসেবে উল্লেখ করা হবে।”

আলোচনার কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আলাদাভাবে নয়, বরং সম্মিলিত সংলাপের মাধ্যমে যৌক্তিক বিশ্লেষণে অবস্থান পরিবর্তনের সুযোগ তৈরি করতে চাই।”

আজকের সংলাপে আলোচ্য বিষয় হিসেবে ছিল—

  • সংবিধানের ৭০ অনুচ্ছেদ,

  • সংসদে নারীদের সংরক্ষিত আসন,

  • স্থায়ী সংসদীয় কমিটি,

  • সরকারের মেয়াদ
    এবং এসব ব্যবস্থাকে কার্যকরভাবে প্রয়োগের উপায়

বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেনবিচারপতি এমদাদুল হকড. বদিউল আলম মজুমদারড. ইফতেখারুজ্জামান এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া

সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল ও জোট অংশগ্রহণ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট