1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় রংমিস্ত্রিদের মহাসম্মেলন: ফেডারেশন গঠন ও ঐক্যের ডাক চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন ভূজপুর কাজিরহাট বাজারে বিএনপির গণ মিছিল ও পথসভা- ভূজপুরে যুবকের লাশ উদ্ধার। পুরানগড় নতুনহাটে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর লিপলেট বিতরণ দোহাজারীতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভায়—- নুরুল আনোয়ার বলেছেন গত ১৭ বছরে আ’লীগ কে সঙ্গে নিয়ে বিএনপিকে ধ্বংস করার পাঁয়তারা করেন ড. কর্নেল অলি আহমদ চন্দনাইশে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল দক্ষিণ ফটিকছড়ির নানুপুর বাজারে বিএনপির গণ মিছিল। ধানের শীষের গণজোয়ারে ভেস্তে যাবে সকল ষড়যন্ত্র : সরওয়ার আলমগীর আনোয়ারা–কর্ণফুলীর যৌথ উদ্যোগে হালদা নদীর মৎস্য প্রজনন সেমিনার। চন্দনাইশের সাতবাড়ীয়ায় বাদশা’র পাড়া ইবতেদায়ী মাদ্রাসা’র ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ঢাকায় রংমিস্ত্রিদের মহাসম্মেলন: ফেডারেশন গঠন ও ঐক্যের ডাক

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

​রংমিস্ত্রি সম্প্রদায়ের অধিকার আদায়, জীবনমান উন্নয়ন এবং একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো দাঁড় করানোর লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশাল কর্মী সম্মেলন। ‘বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন’ গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতৃবৃন্দ ঐক্যের ঘোষণা দিয়েছেন।
​মঙ্গলবার (আজ) রাজধানীর আগারগাঁওস্থ প্রবীণ হাসপাতালের হলরুমে ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় রংমিস্ত্রিদের স্বাবলম্বী করতে ‘উদ্যোক্তা করণ প্ল্যাটফর্ম–১’-এর ফাউন্ডারদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
​ঢাকা বিভাগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান ও সিলেট বিভাগের সভাপতি আব্দুল আলীম।

​প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলীম বলেন, “ছিন্নভিন্ন না থেকে রংমিস্ত্রিদের এক ছাতার নিচে আসা এখন সময়ের দাবি। আমাদের লক্ষ্য কেবল সংগঠন করা নয়, বরং রংমিস্ত্রিদের দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।”
​সম্মেলনে বক্তারা ‘উদ্যোক্তা করণ প্ল্যাটফর্ম–১’-এর গুরুত্ব তুলে ধরে বলেন, এই উদ্যোগ রংমিস্ত্রি সম্প্রদায়ের উন্নয়ন এবং নতুন প্রজন্মকে এই পেশায় আগ্রহী ও উদ্যোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসকস কেন্দ্রীয় পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়ারেছ আলী এবং বাসকস ঢাকার ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম।
​এতে দেশের প্রায় প্রতিটি বিভাগ ও জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। আঞ্চলিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক আজাদ হাওলাদার; বরিশাল বিভাগের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন; চট্টগ্রাম বিভাগের সভাপতি গোলাম মঈনুদ্দিন ময়ুর ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু; রংপুর বিভাগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিউল আলম এবং সিলেট বিভাগের হোসাইন মোঃ ছালিক, কাওছার আহমদ, ছালেক আহমদ, ময়মনসিংহ বিভাগের সভাপতি হারুন অর রশিদ ও কাজি মারুফ।

​এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে শামসুল হক মল্লিক চুন্নু, কক্সবাজার জেলা সভাপতি মো. নোমান; ঢাকা বিভাগ থেকে কালাম আহমেদ, কামরুল ইসলাম; এবং সিলেট বিভাগ থেকে শাহীন আহমদ ও রেজাউল হাওলাদারসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​সম্মেলনের সমাপনী পর্বে নেতৃবৃন্দ রংমিস্ত্রি সম্প্রদায়ের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনস্থল ‘আমরা বদলে যাবো, বদলে দেবো’—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট