
চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ৬ মাসের গর্ভবতী গরুকে দূর্বত্তরা পাহাড়ে নিয়ে গিয়ে জবাই করে নাড়ি-বুড়ি,চামড়া ও ৬ মাসের বাচ্চাকে পেলে মাংস নিয়ে গেছে দূর্বত্তরা। গত ১৮ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে ঘটনাটি উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল মাষ্টারঘোনার পাহাড়ী এলাকায় ঘটে ।
জানা যায়, প্রতিদিনের ন্যায় আবদুর রহিম গত বুধবার রাতে গরুগুলোকে গোয়াল ঘরে রেখে ঘুমাতে যায়। বৃহস্পতিবার ভোরে নামাজ পড়তে উঠলে দেখতে পায় বাড়ীর উঠানে একটি গরু, তখন গোয়াল ঘরে গিয়ে দেখেন গোয়াল ঘরে কোন গরু নাই খুঁজতে গিয়ে বাড়ীর আশেপাশে অন্যান্যগরু গুলো খুঁজে পেলেও ৬ মাসের গর্ভবর্তী গরুরে খুঁজে না পেয়ে খুঁজতে গিয়ে মাষ্টারঘোনা টু ধোপাছড়ি সড়কের পাহাড়ের একটি অংশে দেখতে পায় কে বা কারা গরুটিকে জবাই করে হাড ও মাংসগুলি নিয়ে গিয়ে নাড়ি-বুড়ি, চামড়া এবং ৬ মাসের বাচ্চাকে ফেলে রেখে যায়। এ ধরণের অবমানবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এঘটনায় ক্ষতিগ্রস্থ গরুর মালিক দিয়াকুল মাস্টারঘোনা এলাকার মৃত জামাল হোসেনের পুত্র আবদুর রহিম সত্যতা স্বীকার করে বলেন, গরুটির মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। আমার ৬ মাসের গর্ভবতী গরুর সাথে এ অমানবিক কাজ করেছে আল্লাহ তাদের ভালো করবেন। তবে কোথায়ও অভিযোগ করেননি বলে জানান।