
চক্ষু ও ডায়বেটিস রোগীদের স্বাস্থ্যসেবায় দিতে দোহাজারী ন্যাশনাল হাসপিটাল গলিতে ডা: আতিক আই এন্ড ডায়াবেটিক কেয়ার ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ফিতা কাটার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, নাহার বিল্ডার্স লিঃ, নাহার পার্ক ও রিসোর্ট, গ্রিন সিটি হসপিটালের চেয়ারম্যান, দোহাজারী ন্যাশনাল হসপিটালের এমডি ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কলেজের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দীন, ব্যাংক কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, ডাঃ বিশ্বজিৎ, ডা: আতিকের পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা আহমদুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মাষ্টার ইউনুছ, আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, আবদুর শুক্কুর, আরিফ, ইরফানসহ অন্যান্যরা। উদ্বোধন উপলক্ষে ডা: আতিক আই এন্ড ডায়াবেটিক কেয়ার ২৫ ও ২৬ ডিসেম্বর ২দিন ব্যাপী ফ্রি ক্যাম্পে বিনামূল্যে চক্ষু,ডায়বেটিক ও মেডিসিন সেবা দিবেন ডাক্তার আতিক ও ডাক্তার সিদরাতুল মুনতাহা।