
ডেস্ক রির্পোট
চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমির হোসেনের উদ্যোগে ২৬ ডিসেম্বর বাদে জুমার নামাজের পর দোহাজারী বায়তুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মিষ্টি বিতরণ ও তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব বাবু খান, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আকবর, পৌরসভা বিএনপি নেতা মো: শাহজাহান, দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন, সোহেল আরেফীন, নুরুল ইসলাম, সকির আহমদ প্রমুখ। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমাহ জামে মসজিদের খতিব মুফতি আল্লামা সাখাওয়াত হোসেন গরিবী। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সকলকের মাঝে মিষ্টি বিতরণ করেন।