
নিজস্ব সংবাদ দাতা :
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঈদপুকুরিয়া গ্রামের মীর বাড়ী নিবাসী আলহাজ্ব আবদুল ওয়াহেদ প্রকাশ- ফরিদার বাপের ২য় পুত্র, সৌদি প্রবাসী আলহাজ্ব সাদেক হোসেন আজ দুপুর ২:৩০ ঘটিকার সময় সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের বাসায় ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন। প্রবাসী সাদেক দুই যুগেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে কর্ম সূত্রে অবস্থান করছেন। সেখানে তিনি তৈরি পোশাকের ব্যবসা করতেন।
হাজী সাদেক হোসেন মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, পিতা-মাতা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে নিজ এলাকায় পরিবার-পরিজন ও গ্রামবাসীর মধ্যে শোকের মাতম চলছে।