 
							
							 
                    
চন্দনাইশের দোহাজারী পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম। (২৮ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০ টায় তিনি দোহাজারী পৌরসভা কার্যালয়ে এসে পৌঁছলে তাকে দোহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি পৌরসভা ঘুরে দেখেন ও বিভিন্ন অফিসিয়াল গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পৌরসভার প্রতিটি বিভাগ ও শাখা প্রধানদের সাথে পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা, আর্থিক স্থিতিশীলতা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন ও পরিচ্ছন্ন শহর হিসেবে পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রধান করেন। এসময় উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নাঈম উদ্দিন, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান, কর আদায়কারী তপন কুমার শর্মা, কনজারভেন্সি সুপার ভাইজার জমির উদ্দিন প্রমুখ।