
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে চট্টগ্রাম ১৪- আসন ( চন্দনাইশ – সাতকানিয়ায় আংশিক) এলাকার ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মাদ নাজিম উদ্দিন চৌধুরী সহ সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি,সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা আইনজীবী কমিটি। তিনি আজ ৩১ সেপ্টেম্বর জুমাবার বিকালে দোহাজারী পৌরসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিরাট র্যালি ,গণসংযোগ ও লিফলেট বিতরন করা হয়।গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে দোহাজারী পিউরিয়ার সামনে এক পথসভায় মিলিত হন। এ সময় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এড নাজিম উদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্য বলেন, কিছু কিছু রাজনৈতিক দল নভেম্বর গণভোট করার পায়তারা চালাচ্ছে।
ফেব্রুয়ারির প্রথম এয়োদশ সংসদীয় ভোট নির্বাচন বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র কখনো সফল হবে না। তিনি এব্যাপারে নেতাকমীদের সজাগ থাকার আহবান জানান। তিনি আরো বলেন আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেয়া হবে দলের সার্থে আমরা তার পক্ষে কাজ করে যাব। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দোহাজারী বিএনপির আহবায়ক কামাল উদ্দিন,ছাএ নেতা লোকমান হাকিম, যুবদলের আহবায়ক ইফতেখার উদ্দিন সুমন, মাহাবুবুর রহমান,জসিম উদ্দিন মিন্টু,নুর মোহাম্মদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।