
রফিকুল আলম,ফটিকছড়ি ।
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের খাছ মোহাম্মদ তালুকদার বাড়ির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে সুন্নী সম্মেলন গত শনিবার বাড়ির ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।খাছ মো. তালুকদার বাড়ির জামে মসজিদের খতিব ও ফটিকছড়ি জামেউল উলুম ফাযিল মাদ্রাসা সহকারী অধ্যাপক আল্লামা মুহাম্মদ আবু তাহের আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্টিত
সুন্নী সম্মেলনে উদ্বোধক ছিলেন মো. সোলেমান সওদাগর। হাফেজ মুহাম্মদ আফাজ উদ্দিন ও মো. রবিউল হোসেন যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান আকর্ষন ছিলেন বিশিষ্ট ইসলামি বক্তা আল্লামা হাফেজ ক্বারী মুফতি গোলাম কিবরিয়া । প্রধান বক্তা ছিলেন- মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা তোফায়েল আহমদ আল কাদেরী।এ সময় আরো উপস্থিত ছিলেন হাজী মো. ফরিদ,ব্যাংকার মো.মুৃছা, মো.ফরিদ কোম্পানি,হাজী মো.সোলেমান,মো. নাছির উদ্দীন,মো. মান্নান, জিয়া উদ্দীন বাদশা,সাংবাদিক মো. এমরান হোসেন (এমরান ফরহাদ), সালাহ উদ্দিন,মো. মোর্শেদ, মহিন উদ্দিন,মো.এনাম উদ্দিন,মো. শুক্কুর,মো. মঞ্জু,হাফেজ মো.হাসান,মো. বেলাল উদ্দিন,মো. রুমান,প্রবাসী বশির উদ্দীন,প্রবাসী দিদারুল আলম,প্রবাসী মো.মিটু,হাফেজ মো.এসকান্দর,হাফেজ মো.জেবল হোসেন,মো.ফারুক,মো.নওশেদ,মো. সোহেল,আব্দুল হালিম,মো.সাকিব, মো.রাকিব, মো. মজানসহ আরো অনেকেই।