
রফিকুল আলম,ফটিকছড়ি:
ফটিকছড়িতে অবৈধ বালু মহালে
অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৪টি ড্রেজার মেশিন বিকল ও ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করে।সোমবার ২৫ আগস্ট
অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সর্বশেষ উত্তর প্রান্তের বাগানবাজার ইউনিয়নের মতিননগর এবং নতুন বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভূজপুর থানা পুলিশ ও নারায়ণহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম বলেন,জনস্বার্থ রক্ষায় সকল অনিয়ম ও অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।