রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া এবং নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন,ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
বৃহস্পতিবার ৯ অক্টোবর পরিচালিত এ অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,আনসার সদস্য,গ্রাম পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন,অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও নদী-খাল সহ বাধেঁর মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিভিন্ন স্থানে বাধঁ তলিয়ে যাচ্ছে। তাই নদী ও খাল রক্ষায় অভিযান নিয়মিতভাবে চলবে।