 
							
							 
                    
রফিকুল আলম,ফটিকছড়ি :
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)”শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটারভ্যানের মাধ্যমে গত ১ সেপ্টেম্বর-৩১ অক্টোবর পর্যন্ত ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ কোর্স চট্টগ্রামের ফটিকছড়ি উপজলায় শেষ হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা,সনদ ও ভাতা বিতরণ অনুষ্টান ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে  বৃহস্পতিবার ৩০ অক্টোবর অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো:মোজাম্মেল হক চৌধুরী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর মোল্লার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন,রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: তানবির আহমেদ সিদ্দিকী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ।
উপজেলা যুব উন্নয়ন অফিস সহকারী নাজমুল হোসেনের সঞ্চলনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন,প্রকল্পের প্রশিক্ষক দিন বন্ধু রায় এবং প্রশিক্ষন প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন,খায়রুল আনাম চৌধুরী সজিব ও তৃষ্ণা কর্মকার।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী প্রশিক্ষন প্রাপ্ত
২০ জন যুবক ও ২০ জন যুব মহিলাদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করেন।
উল্লেখ্য উক্ত প্রশিক্ষনে অংশ গ্রহনের জন্য  যে সব আবেদনকারী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা এ কোর্সে অংশ গ্রহন করেন।