
রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে আদনান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ৩ সেপ্টেম্বর দুপুর পৌনে একটার দিকে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দরিয়া খাঁ উকিল বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আদনান উক্ত বাড়ির প্রবাসী বাবলুর ২য় পুত্র। প্রতিবেশী আনিছ জানান,ঘটনার দিন দুপুরে পরিবারের সবাই যে যার কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায় আদনান।পরে পরিবারের সকলে তার সন্ধান কররা এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে নানুপুর মাতৃসদন হাসপাতালে নিয়ে গেলে;সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।