
রফিকুল আলম,ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আরহাম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আরহাম পাইন্দং ইউনিয়নের ফাতেমা বাপের বাড়ির মো.মহিউদ্দিনের দ্বিতীয় ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ীর আঙ্গিনায় খেলা-ধুলা করার পর ঘরে না ফেরায় দুপুরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরে বাড়ির সামনের পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।