
রফিকুল আলম,ফটিকছড়ি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সহ দেশব্যাপী সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার ৩ নভেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের এ নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম-২ ফটিকছড়ি প্রার্থী উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক সরওয়ার আলমগীর এর নাম ঘোষণা করেন।
এদিকে নাম ঘোষণার পর ফটিকছড়িতে সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে আনন্দ দেখা দেয়। এনিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা ও মিষ্টি মূখ।
সরওয়ার আলমগীর দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি নেতা- কর্মীদের হয়রানী মূলক মামলা পরিচালনা ও কর্মীদের যেকোন সমস্যা সমাধানে এগিয়ে যেতে কোন কার্পন্য করেননি।তাছাড়া দলের কারো সমস্যা হলে খোঁজখবর রেখে প্রয়োজন মতো সহযোগিতা করেছেন। উপজেলার প্রত্যন্ত এলাকায় নেতা-কর্মীদের নিকট ছুঁটে গেছেন। বয়োবৃদ্ধ থেকে তৃণমূলের সকলের অন্তরে তিনি স্থান করে নিয়েছেন।