
রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়িতে অবরোধের পর এবার মানববন্ধন করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহারের কর্মী সমর্থকরা।
সোমবার ১০নভেম্বর বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে ফেনী – খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন,উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহারের নেতৃত্বে ১১টি অঙ্গ সংগঠনের কমিটি গঠনের মাধ্যমে ফটিকছড়ি উপজেলায় বিএনপি ঐক্যবদ্ধ ছিল।
কিন্তু দল তাকে মনোনয়ন না দিয়ে অন্য একজনকে মনোনয়ন দেওয়ায় পুরো ফটিকছড়ি এখন নিস্তব্ধ হয়ে গেছে।
তারা আরও বলেন,আমরা দলের মনোনয়ন বোর্ডের প্রতি দাবি জানাচ্ছি, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের মনোনয়ন পরিবর্তন করা না হলে এ আসনে বিএনপি পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বক্তারা আজিম উল্লাহ বাহারকে অবিলম্বে প্রার্থী ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনের কর্মসুচী দেওয়া হবে বলে ঘোষনা দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী,ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলাল হোসেন,বিএনপি নেতা লোকমান হোসেন,আবুল কালাম,আব্দুর রশিদ,আব্দুর রাজ্জাক,যুবদল নেতা ঘোষণা কবির,সেলিম মজুমদার,আখতার আলী, ছাত্রদল নেতা কাদের প্রমুখ।
এর আগে গত শুক্রবার (৭ নভেম্বর) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট,নাজিরহাট ঝংকার ও হেয়াঁকো এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।