
রফিকুল আলম,ফটিকছড়ি।
হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দূর্গাপূজা ঘনিয়ে আসায় ফটিকছড়িতে শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।
মাটি ছাড়াও বাঁশ-খড়,রশি,পাট, কাঠ,রং,পিছ কাপড়,শাড়ি এমনকি বাহারী সব গহনা ব্যবহার করে প্রতিমা তৈরির কাজ করে চলেছেন মৃৎ শিল্পীরা।
পাশাপাশি দূর্গাপূজার আরেকটি অংশ গণেশ,কার্তিক,লক্ষী ও সরস্বতীর প্রতিমাকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হচ্ছে। মহিষাসুর, সিংহসহ সব’কটির বাহনও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। তাই সেগুলোর দিকে সমান গুরুত্ব দিতে হচ্ছে প্রতীমা কারিগরদের। মুলত এসব কিছু মিলেই পূর্ণতা পায় একটি দূর্গার প্রতিমা।
উপজেলার ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভাসহ নানুপুর,সুয়াবিল, রোসাংগিরী,হারুয়ালছড়ি, খিরাম, ভূজপুর,কাঞ্চননগর,লেলাং ও নারায়নহাট ইউনিয়নের একাধিক দূর্গা মন্ডপ ঘুরে দেখা যায়,প্রতিমা তৈরীর কাজ অনেকটা শেষ পর্যায়ে। শিল্পীরা এখন ব্যস্ত রঙ আর তুলির আঁচড়ে দেবীর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে। সে সাথে উপজেলার বিভিন্ন চা বাগান গুলোতে উৎসবের আমেজে চলছে প্রতিমা তৈরীর কাজ।
আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার মহা ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হচ্ছে এবারের দূর্গাপূজা। ঢাক-ঢোল আর কাঁসার বাদ্যে দেবীর বোধনের মধ্যদিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
হিন্দু পুরোহিতদের মতে,এবার দেবী দূর্গা কৈলাস থেকে মর্তে ধামে আসছে গজে করে। পাঁচ দিন নানা আনুষ্ঠানিকতা শেষে মর্তে থেকে কৈলাসে ফিরবেন দোলায় চড়ে।
প্রতিমা তৈরীর কাজে নিয়োজিত মৃৎশিল্পী তমাল পালের সাথে কথা হলে জানান প্রতি বছরের মতো এবারও দূর্গার প্রতিমা তৈরীর অনেকগুলো অর্ডার পেয়েছি। দিনরাত পরিশ্রম করে যাতে কাজ যথা সময়ে শেষ করতে পারি,সেটি এখন মূল চ্যালেঞ্জ। কারণ পূজার দিনক্ষণ ঘনিয়ে এসেছে। হাতে সময় একেবারে কম। সর্বোচ্চ দুই লক্ষ থেকে সর্বনিন্ম ২০ হাজার টাকার মধ্যে দূর্গা প্রতীমা তৈরী হচ্ছে উল্লেখ করে এ মৃৎশিল্পী আরো বলেন উপকরণের দাম আগের চাইতে বেড়ে যাওয়ায় লাভ তেমন থাকেনা। তারপরে ও পৈত্রিত সূত্রে পাওয়া ঐতিহ্য টিকিয়ে রাখতে এ পেশা ধরে রেখেছি।
উপজেলার নানুপুর সার্বজনীন জয় দূর্গা মন্দিরে গিয়ে দেখা যায়,বাহারী রং ও উপকরণ দিয়ে দৃষ্টিনন্দন রূপে সাজানো হচ্ছে প্রতিমাগুলো।এ সময় কয়কজন শিল্পীকে প্রতীমার গায়ে রং তুলির পাশাপাশি মেশিনের সাহায্যে কাজ করতে দেখা যায়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরী বলেন, এবার ফটিকছড়ি উপজেলায় ১২৭টি মন্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পুজা কমিটির সাথে একাধিক সভা হয়েছে।
এছাড়া স্থানীয় রাজনৈতিক দলের নেতারা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, শারদীয়া দুর্গাপূজা নির্বিগ্ন করতে আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি উৎসব মুখর পরিবেশে সুন্দরভাবে পূজা সম্পন্ন হবে।