
রফিকুল আলম, ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বোরো মৌসুমকে সামনে রেখে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ২ কেজি এস এল ৮ এইচ হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে বোরো মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় বোরো হাইব্রিড ধান এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ বিতরণ করা হয়।
বুধবার ১৭ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার মো.আবু সালেকের সভাপতিত্বে এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদ্বৈত রায় সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে,আসন্ন বোরো মৌসুমে হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মোট ৩হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেয়া হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার মো.আবু সালেক বলেন, “এ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। এটি আগামী বোরো মৌসুমে ফলন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক স্বচ্ছলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”