
রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রাম উত্তর বন বিভাগ ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হাসনাবাদ রেঞ্জের আওতাধীন হাসনাবাদ বনবিট এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে।
মঙ্গলবার ১১নভেম্বর হাসনাবাদ বিটের করোলিয়া নামক এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদের নেতৃত্বে চট্টগ্রাম উত্তর বন বিভাগের একটি টহল দল।
অভিযানে কাঠ ও টিনের তৈরি দুইটি ঘর সম্পূর্নরুপে উচ্ছেদ পূর্বক অবৈধভাবে দখলে রাখা প্রায় দুই একর বন ভূমি দখলমুক্ত করা হয়।
সহকারী বন সংরক্ষক হারুন রশিদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশে হাসনাবাদ বিট এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত বনে অবৈধভাবে গড়ে উঠা দুইটি (ঘর-দোকান) উচ্ছেদ করে দুই একর জায়গা উদ্ধার করা হয়েছে।
অভিযানে নারায়ণহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক (রেঞ্জ প্রশিক্ষণার্থী)খান মোহাম্মদ আবরারুর রহমান,মিরসরাই, করেরহাট,নারায়ণহাট ও হাসনাবাদ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তারা অংশগ্রহন করেন।
উল্লেখ্য গত ১০ নভেম্বর ভোরে বন বিভাগের হাসনাবাদ রেঞ্জ এলাকায় গাছ চোরদের হামলায় রক্তাক্ত হন রেঞ্জ কর্মকর্তা সিফাত আল রাব্বানী ও বন প্রহরী সোহেল।