
রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর রিহান উদ্দিন মাহিন হত্যা মামলার আরেক আসামী ইলিয়াছকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।
শনিবার ২৭ সেপ্টেম্বর রাতে ফটিকছড়ি পৌর সভার ৪ নং ওয়ার্ডের চৌমুহনী এলাকায় ছদ্ম বেশে একটি গাড়ীতে লেবারের কাজ করার সময় জনতা তাকে ধাওয়া দিয়ে আটক করে।
পরে খবর পেয়ে নিহত রিহান উদ্দীন মাহিনের পিতা লোকমান সেখানে যায়। এসময় তিনি চিৎকার করে বলেন,আমার ছেলেকে রশি দিয়ে সেতুর পিলারে তুমি সহ বেধেঁছ; তার পর অন্যদের ডেকে নিয়ে এসেছো।
পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
সে কাঞ্চননগর এলাকার সাগর আলী সওদাগর বাড়ীর জনৈক মৃত আবুল কালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:নূর আহমদ বলেন,পৌর এলাকার স্থানীয় জনতা মাহিন হত্যা মামলার পলাতক আসামী ইলিয়াছকে আটক করে।খবর পেয়ে পুলিশ সেখান থেকে নিয়ে আসে। আগে গ্রেফতারকৃতদের জবান বন্দীতে তার নাম আসে। তাকে রবিবার সকালে কোর্টে প্রেরণ করা হবে।