রফিকুল আলম,ফটিকছড়ি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তৃণমুল পর্যায়ে সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন যুবদলের কর্মী সভা
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় সন্যাসীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের আহবায়ক ডা. মুহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব ফরিদুল আলমের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন-লেলাং ইউনিয়ন বি এন পি’র সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন।
কর্মী সভার উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন,উপজেলা যুবদলের আহবায়ক এম মোরশেদ হাজারী।
প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার হোসেন বলেন,লেলাং ইউনিয়নকে জাতীয়তাবাদী চেতনার শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। দলীয় ঐক্য বজায় রেখে প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল,আর জনগণই আমাদের মূল শক্তি।
তিনি আরও বলেন,দলের ভেতরে কোন অপকর্মকারীদের স্থান নেই। সবাইকে সংগঠনের সুনাম ধরে রাখতে হবে।
এতে বক্তব্য রাখেন-ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক মো.শাকিল, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা তাওফিক প্রমুখ।