
রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার ভূজপুর থানাধীন ব্যবসা ও বাণিজ্যিক কেন্দ্র হেয়াঁকো বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ১৫ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক নির্বাচন গত শনিবার ২২ নভেম্বর গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এক জন বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ৯শত ৬৮ জন ভোটারের মধ্যে ৯ শত ৪৯ জন ভোটার সকাল ৮ টা – বিকাল ৪ টা পর্যন্ত তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
এ নির্বাচন সুষ্টু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহগ করেন। নির্বাচনের ফলাফল ঘোষনা না করা পর্যন্ত ব্যবসায়ীদের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। নির্বাচনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন ও হেয়াঁকো বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় অফিসার মো: আবদুল শহিদ ভূঁঞা।
সারাদিন ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা মো.আবদুল শহিদ ভূঁঞা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম,ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক ও ওসি (তদন্ত) মো.নুরুল আলম উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ আবদুল মন্নান ও জেবল হোসেন এবং স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এ নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ সাইফুল ইসলাম ৩ শত ৫৩ ভোট পেয়ে ও সাধারণ সম্পাদক পদে মো:শাকিল চৌধুরী ৫ শত ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলম মাসুদ প্রাপ্ত ভোট ৩ শত ৯৮,সহ- সভাপতি জামাল উদ্দিন প্রাপ্ত ভোট ৩ শত ৬৪,সহ- সাধারণ সম্পাদক মোমিন হোসেন প্রাপ্ত ভোট ৪ শত ৫, অর্থ সম্পাদক মো. খুরশিদ আলম প্রাপ্ত ভোট ৪ শত ৬৩, সাংগঠনিক সম্পাদক মো.সেলিম উদ্দিন প্রাপ্ত ভোট ৫শত ৬,ধর্ম বিষয়ক সম্পাদক মো.মোবারক হোসাইন প্রাপ্ত ভোট ৫ শত ৬৮,দপ্তর সম্পাদক মো.ইসমাইল প্রাপ্ত ভোট ৭ শত ৪ ও প্রচার সম্পাদক মো. কাইয়ুম প্রাপ্ত ভোট ৪ শত ৬৬,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আকরামুল ইসলাম বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হন।
একই সাথে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম প্রাপ্ত ভোট ৫শত ৬৪ মো.রেজাউল করিম প্রাপ্ত ভোট ৫শত ৮, মো.মোস্তফা প্রাপ্ত ভোট ৪ শত ৭১ ও মো. আলী মিয়া প্রাপ্ত ভোট ৩ শত ৮৪।নির্বাচনকে ঘিরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো.আবদুল শহিদ ভূঁঞা নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন,সুষ্টু ভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রার্থীদের নিয়ে ম্যারাথন বৈঠক করেছি।আজ সে কারনে ব্যবসায়ী সমিতির জাঁকজমকপূর্ণ অত্যন্ত প্রাণবন্ত নির্বাচন হয়েছে। আশা করি আগামীতে নবনির্বাচিত কমিটি সুন্দর ও সুশৃঙ্খলতার সহিত ঐক্যবদ্ধ ভাবে বাজারের সার্বিক উন্নয়নে সহ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাবে।