রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রাম তথা দেশের সর্ববৃহত ৭৭৩.৫৫ বর্গ কিলোমিটারের ফটিকছড়ি উপজেলা ভেঙে “ফটিকছড়ি উত্তর” নামে নুতন আরো একটি উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ।
নতুন উপজেলা গঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে,উপজেলা হলে সীমান্তঘেঁষা এ অঞ্চলের শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) আগামী বৈঠকে বিষয়টি চূড়ান্ত অনুমোদন হবে।
সূত্র মতে,জাতিসংঘ সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রে অবস্থারত প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকারের পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর পূর্বে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে দেশে দুইটি নতুন বিভাগ ও দুইটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।
এর মধ্যে চট্টগ্রাম জেলার আওতাধীন ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন এ উপজেলা রয়েছে।
বর্তমানে ফটিকছড়ি উপজেলায় ২টি থানা,২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন রয়েছে। এই উপজেলার জনসংখ্যা প্রায় ৭ লাখ।
ভৌগোলিকভাবে এ বর্তমান ভূজপুর থানার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য,পূর্বে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি ও রামগড় উপজেলা,পশ্চিমে সীতাকুণ্ড উপজেলা এবং দক্ষিণে বর্তমান ফটিকছড়ি উপজেলা ও হাটহাজারী উপজেলার কিছু অংশ অবস্থিত।
উল্লেখ্য -২০০৭ সালে ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলের বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট,ভুজপুর,হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন নিয়ে গঠন করা হয় “ভূজপুর” থানা। নতুন উপজেলা গঠনে ভূজপুর থানা এলাকার ৬ টি ইউনিয়ন বহাল থাকছে।
নতুন উপজেলা গঠনকে স্বাগত জানিয়ে হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন”উত্তর ফটিকছড়ির গণমানুষের দীর্ঘ দিনের স্বপ্ন হচ্ছে উত্তরাঞ্চলে একটি নতুন উপজেলা করা। খুশী লাগছে স্বপ্ন আজ বাস্তবায় হতে যাচ্ছে।
ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন বলেন, দেশের সবচেয়ে বড় এ উপজেলা উন্নয়নের দিকে অনেক পিছিয়ে রয়েছে। এখন আরো একটি উপজেলা হলে উন্নয়ন ও মানুষের সেবারমান আরো উন্নত হবে।
দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী বলেন,আমরা উত্তরের মানুষ দীর্ঘদিন যাবৎ উন্নয়ন বঞ্চিত। প্রস্তাবিত নতুন উপজেলা আমাদের আলোর পথ দেখাবে।
ভূজপুর থানা যুব দলের আহবায়ক নুরুল আমিন বলেন, একটি উপজেলার মানুষ যে সব নাগরিক সুবিধা পাই। এ নতুন উপজেলা বাস্তবায়িত হলে মানুষ সে সুবিধা পাবে। আশা করি এটা বাস্তবায়নে সকলের সহযেগিতা অব্যাহত থাকবে।
ভূজপুর থানা যুব দলের যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন বলেন,দীর্ঘ দিনের আশা পূরণ হতে যাচ্ছে। যাদের জন্য আজ নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত, আশা করি সকলের মনে আনন্দ দেখা দিয়াছে। এ আনন্দ যেন ম্লান না হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে নতুন আরেকটি উপজেলা গঠনের প্রক্রিয়াটি নিঃসন্দেহে ফটিকছড়িবাসীর জন্য একটি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। কারণ,উপজেলায় সরকারের যেসব উন্নয়নমূলক বরাদ্দ বরাবরই আসে,বিভক্ত হলে তা দ্বিগুণ হয়ে যাবে।
তবে এই বিভাজন কোনো ঐতিহাসিক বিচ্ছিন্নতার কারণে নয়,বরং উন্নয়ন ও জনসেবার সুযোগ-সুবিধা আরও বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই হচ্ছে।