1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন ঘটনায় গত অক্টোবর মাসে ১৮ জনের মৃত্যু ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ফটিকছড়িতে। রাউজানে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত কক্সবাজারে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা সম্পন্ন  নভেম্বরে গণভোট করে এয়োদশ সংসদীয় নির্বাচন বানচাল করা যাবে না- এড,নাজিম উদ্দিন চৌধুরী মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির কিশোর নিহত ফটিকছড়িতে পিটিয়ে আহত করার ১ দিন পর এক ব্যক্তির মৃত্যু। ৩১ দফা বাস্তবায়নে চন্দনাইশে লিপলেট বিতরণ ও পথসভা, ধানের শীষের প্রার্থীকেই কেবল ভোট দিতে বললেন মহসিন জিল্লুর করিম চন্দনাইশে শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক কমিটি গঠন ফটিকছড়ির হালদা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন। ৩ জনকে কারাদণ্ড।

ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন ঘটনায় গত অক্টোবর মাসে ১৮ জনের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পানিতে ডুবে,বিদ্যুৎস্পৃষ্টে,সড়ক দূর্ঘটনা,গাছ থেকে পরে,মাটি চাপায় ও পারিবারিক কলহের ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। তৎমধ্যে মাটি পাচার করার সময় উঁচু টিলা ভেঙ্গে গাছসহ মাটি চাপায় আরিফ নামের এক কিশোর ঘটনা স্থলে নিহত হলে ও মাটি পাচারকারী চক্রের ভয়ে নিহতের পরিবার মামলা করেনি। উল্টো মামলা না করার জন্য মুছলেখা নিয়েছে। তাছাড়া বিয়ের আড়াই বছর পর ১৬ মাসের নিজ শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে, নিজেই গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে এক গৃহবধূ। পুকুরের পানিতে ডুবে মারা যায় ৪ শিশু এবং মায়ের পরকীয়ার পথের কাঁটা আপন কিশোর পুত্রকে হত্যার ঘটনা ও ঘটেছে।
জানা যায়,গত ৩ অক্টোবর দুপুরে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউপির ৮নং ওয়ার্ডে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মুহাম্মদ শাহ আলম অন্তর (২০) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সে ওই এলাকার মুহাম্মদ মানিক প্রকাশ পুলিশ মানিকের ছেলে।
গত ৪ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টিলা পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত শিশু স্থানীয় মো.সোহেলের ছেলে।
গত ৪ অক্টোবর ফটিকছড়ি পৌর সভার ১ নং ওয়ার্ডের আব্দুল মন্নান (৪২) নামের দিন মজুর গাছ থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। সে উক্ত ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া কামাল চেয়ারম্যান বাড়ীর জনৈক মৃত আহমদ হোসেনের ছেলে।
গত ৬ অক্টোবর উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের বাউদ্দার পাড় এলাকায় নিজ ঘরে পরকীয়া প্রেমিক আর মায়ের হাতে হত্যার শিকার হয়েছেন কামরুল হাসান কাউসার (২১) নামে এক তরুণ।
নিহত কামরুল হাসান ওই এলাকার দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার পুত্র।
গত ১২ অক্টোবর দুপুরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাশেম সওদাগর বাড়িতে পুকুরে ডুবে মো. রাফি ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার প্রবাসী মো.হাসানের ছেলে।
গত ১৪ই অক্টোবর সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের রাজু সুলতান বাড়িতে পুকুরের পানিতে ডুবে ফারহান নামে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে। নিহত শিশু ওই এলাকার মো: জামালের ছেলে।
গত ১৪ অক্টোবর বিকেলে ভূজপুর থানাধীন নারায়নহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধামারখীল এলাকায় পুকুরে ডুবে নিহা আক্তার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহা ওই এলাকার জামাল উদ্দিনের মেয়ে।
গত ২০ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইমাম নগর এলাকায় ভীমরুলের কামড়ে সজল নাথ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সজল ওই এলাকার সুকমল নাথের পুত্র এবং দুই সন্তানের জনক।
গত ২১ অক্টোবর  দুপুরে ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মুনাফখিল এলাকার হাদি বাপের বাড়ীতে পুকুরের পানিতে ডুবে উম্মে সাইদা (৩) নামে এক শি’শুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার সাব্বির আহমদ শাওনের মেয়ে।
গত ২৬ অক্টোবর সন্ধ্যায় উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে মাটি কাটার সময় গাছসহ মাটির অংশ ভেঙ্গে নিচে চাপা পড়ে মোহাম্মদ আরিফ (২১) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সে দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র।
গত ২৬ অক্টোবর উপজেলার ভূজপুর থানাধীন এলাকার কন্টেইনার চালক
মোহাম্মদ মহিউদ্দিন (৪০) নামে এক যুবকের লাশ দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ উদ্ধার করে।
সে থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উকিল পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুসের (প্রকাশ ইনু ফকির) ছেলে।
গত ২৭ অক্টোবর উপজেলার ভূজপুর  থানাধীন এলাকা থেকে নিখোঁজের একদিন পর কাজিরহাট বাজারের ব্যবসায়ী আব্দুল মালেক (৬২) নামে এক ব্যবসায়ীর লাশ থানা পুলিশ উদ্ধার করে।
গত ২৭ অক্টোবর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন থেকে মিনু আক্তার (৩০) নামে তিন সন্তানের জননীর লাশ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ উদ্ধার করে।উক্ত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ সুন্দরপুর গ্রামের সৈয়দ আব্দুল মিয়াজির বাড়ির সিএনজি চালক সৈয়দ মো: ইমরানের স্ত্রী।
গত ২৮ অক্টোবর ফটিকছড়ি পৌর সদরে বিদ্যুৎস্পষ্ট হয়ে মুহাম্মদ তামজিদ উদ্দিন (১১) নামের এক ছাত্র ১৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মৃত্যু বরন করেছে।
সে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বেলায়েত হোসেন সওদাগর বাড়ীর মাহিন উদ্দিন বাপ্পির ছেলে।
গত ২৯ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাট বাজারস্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দক্ষিন পাশে কামাল ভবন থেকে ১৬ মাস বয়সী আতকিয়া আয়েশা নামের নিজের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে নিজে ও আত্মহত্যা করেন আফরোজা আফরিন (২৫) নামের এক গৃহবধু। পুলিশ লাশ দু’টি উদ্ধার করে। তারা উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছোট ছিলোনিয়া গ্রামের রহমান আলী মুন্সী বাড়ীর এনজিও কর্মী আনোয়ার হোসেন বিপলুর স্ত্রী আফরোজা আফরিন শিশু কন্যা আতকিয়া আয়েশা।
গত ২৯ অক্টোবর ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিম পুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে বৈকুণ্ঠ চন্দ্র নাথ (৭০) নামের এক ব্যক্তিকে ভাতিজা সবু কান্তি নাথ পিটিয়ে আহত করার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর মারা যায়।
সব শেষে গত ৩১ অক্টোবর মাটিরাঙ্গা উপজেলার রসুল পুর যৌথ খামার এলাকায় পিকআপ-মোটর সাইকেল মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইয়াসিন আরফাত তাহসিন নামে ফটিকছড়ির এক কিশোর নিহত হন।
সে নাজিরহাট পৌরসভার ১ ওয়ার্ডের সুয়াবিল তৈয়্যবিয়া পাড়ার ব্যবসায়ী সামশুল আলমের একমাত্র ছেলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট