1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির কাঞ্চন নগরের মাহিন হত্যা মামলার আসামীর দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই। ফটিকছড়তি বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু। আহত-২ । ৩১ দফা বাস্তবায়নে দোহাজারী পৌরসভায় আবদুস সালাম মামুনের লিপলেট বিতরণ ধর্মীয় মূল্যবোধ গঠনে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভূজপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।। ফটিকছড়ি পৌর সদরে ইসলামিক ট্যালেন্ট হান্ট ও শানে রেসালাত কনফারেন্সে পুরস্কার  বিতরণ। রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন চট্টগ্রাম ১৪ আসনের  বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন মহসিন জিল্লুর করিম ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের একটি চিঠি! মত বিনিময় সভা শেষে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফটিকছড়ির গ্রাহকদের সমস্যা সমাধানে কাজ শুরু । রাউজান পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের একটি চিঠি! মত বিনিময় সভা শেষে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফটিকছড়ির গ্রাহকদের সমস্যা সমাধানে কাজ শুরু ।

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরী চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ- ২ এর আওতাধীন ফটিকছড়ি উপজেলার বিদ্যুৎ গ্রাহকের বিভিন্ন সমস্যা চিহৃিত করে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সহ কয়েকটি দপ্তরে চিঠি প্রেরণ করেন।
চিঠি খানা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গ্রূপে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে অত:পর সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভা শেষে পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকের সমস্যা গুলো সমাধানের জন্য কাজ শুরু করেছে। উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগে উপজেলাবাসী আনন্দীত।
জানা যায়,চিঠি প্রেরণের পরদিন ২৯ সেপ্টেম্বর বিকালে বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য  উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে মত বিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ (রাউজান) জি এম মো: মামুনুর রশিদ,এজিএম (প্রশাসন) রেজাউল করিম আহম্মদ, ডিজিএম (কারিগরি) মো: আবু হেনা শফিক কামাল,ফটিকছড়ি সদর জোনাল অফিসের ডিজিএম আবুল বাশার মো: শামসু উদ্দিন,আজাদী বাজার অফিসের ভজন কুমার বিশ্বাস,দাঁতমারা অফিসের হাবিবুর রহমান,নাজিরহাট অফিসের আশিক মাহমুদ সুজন,ফটিকছড়ি সদর অফিসের এজিএম মো:রায়হানুল ইসলামসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা পল্লী বিদ্যুৎ এর সকল অফিসে দালাল মুক্ত পরিবেশে সেবা প্রদানসহ বিদ্যুৎ সংক্রান্ত লোড সেটিং,খুঁটি, তার, নতুন সংযোগ,এক বা দুই মিটারের জন্য ফ্রি খুঁটি,অভিযোগ কেন্দ্রে গ্রাহকের মোবাইল ফোন না ধরা,ট্রান্সফরমান সমস্যা, পুরাতন তার,বিদ্যুৎ বিল,চেকশনে ব্রেগার লাগানো,ভূতুড়ে বিল,প্রায় ৪০ বছর আগের বিদ্যুৎ তার পরিবর্তন করে কভার তার লাগানোসহ দালালদের হাতে পড়ে গ্রাকহরা ফ্রি লাইনের জন্য না বুঝে টাকা দেয়াসহ সর্বস্তরের জনগণের দীর্ঘ সময়ের প্রাণের দাবী গুলোর কথা বলেন।
এসব দাবী বা সমস্যা গুলোর উত্তর দেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ (রাউজান) জি এম মো: মামুনুর রশিদ ও ডিজিএম (কারিগরি) মো: আবু হেনা শফিক কামাল।
এসময় পল্লী বিদ্যুৎ এর সেবা নিয়ে নিম্নোক্ত (১)নতুন বিদ্যুৎ সংযোগ এ ফ্রি সার্ভিস তার সরবরাহ। (২)মিটার এর রিডিং অতিরিক্ত বিল করা হবে না,শতভাগ বিল মিটার দেখে করা হবে,অতিরিক্ত বিল দেওয়া হলে অভিযোগ দেওয়ার সাথে সাথে সংশোধন করা।(৩) মেয়াদোত্তীর্ণ এবং ঝুঁকিপূর্ণ তার এবং খুঁটি পরিবর্তন এর আবেদন দিলে ৩ কার্যদিবস এর মধ্যে বিনা খরচে পরিবর্তন। (৪) অভিযোগ কেন্দ্রে গ্রাহকদের যোগাযোগ এর সুবিধার্থে অতিরিক্ত আরো একটি মোবাইল নাম্বার যুক্ত করা হবে, এর সাথে ডিজিএম,এজিএম এর মোবাইল নাম্বার প্রচার করতে হবে,সার্বক্ষণিক ফোন রিসিভ করতে হবে।(৫)১৩০ ফুট দূরত্বের মধ্যে নতুন খুঁটি ছাড়াই নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান। (৬) গ্রাহকের প্রয়োজনে বিদ্যুৎ এর খুঁটি স্থানান্তর এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সম্পাদন করা।(৭) নষ্ট মিটার,ভেঙ্গে পড়া মিটার দ্রুত পরিবর্তন।(৮) বিদ্যুৎ অফিস দালাল মুক্ত সেবা প্রদানের জন্য দালাল এর বিরুদ্ধে অভিযান। (৯) নতুন বিদ্যুৎ সংযোগ এর ক্ষেত্রে কমপক্ষে ১ টি বিদ্যুৎ এর খুঁটি ফ্রি সরবরাহ। (১০) আগামী ডিসেম্বর মাসের মধ্যে হাটহাজারী গ্রীডের ত্রুটিপূর্ণ বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন।(১১)আগামী সেচ মৌসুম,গ্রীষ্ম মৌসুম এর পূর্বেই হাটহাজারী-ফটিকছড়ি লাইনের ওভারলোড নিরসন। (১২) হাটহাজারী এবং রাউজান উপজেলা নির্ভরতা এড়াতে যত দ্রত সময়ে সম্ভব ফটিকছড়িতে গ্রীড সাবস্টেশন স্থাপন। (১৩) পার্শ্ববর্তী উপজেলার তুলনায় লোডশেডিং এর বৈষম্য নিরসন। প্রয়োজনে পিজিসিবির ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারকে জানানো। (১৪) জরুরি বিদ্যুৎ সেবা প্রদানে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা।(১৫) পরবর্তীতে বিদ্যুৎ বন্ধ রাখতে হলে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং/সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যাবস্থা নেওয়া হবে বলে অঙ্গীকার করেন জেনারেল ম্যানেজার।
এই দাবী সমূহ পূরণে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রত্যেক অফিসের সামনে আপডেটেড সিটিজেন চার্টার স্থাপন,যেখানে দ্বায়িত্ববান কর্মকর্তার নাম ও নাম্বার,অভিযোগ প্রদানের নাম্বার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও নাম্বার উল্লেখ করতে হবে।
এদিকে সভায় অঙ্গীকারের পর পল্লী বিদ্যুৎ সমিতির ফটিকছড়ির সকল অফিসে অঙ্গীকার গুলো বাস্তবায়ন শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট