
রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি পৌর সদর উত্তর রাঙ্গামাটিয়া আলা হযরত ইসলামী পাঠাগারের ব্যবস্থাপনায় রুস্তম খাঁ চৌধুরী জামে মসজিদ সংলগ্ন মাঠে গত মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরসে গরীবে নেওয়াজ ও আলা হযরত ইসলামী পাঠাগার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৬ তম আজিমুশান সুন্নি সম্মেলন ও সৃজনশীল ইসলামিক মেধা অন্বেষণ সিজন ৩ – অনুষ্ঠিত হয়। এতে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। রাকিবুর রহমান ও আজাদ খান শৌরভের যৌথ সঞ্চালনায় হযরত ইসলামী পাঠাগারের সভাপতি মাস্টার মোহাম্মদ ওসমান খাঁ এর সভাপতিত্বে অনুষ্টিত প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন,গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া প্রবাসি শাখার যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- রফিকুল ইসলাম, মাওলানা আমজাদ হোসাইন, আনোয়ার খাঁ, তৈয়ব আলী, ইসমাইল সাকিব,মেজহাব উদ্দীন, জয়নাল আবেদীন,হাসমত আলি, সারজান,মফিজ উদ্দিন, আসাদুল ইসলাম,হাসান চৌধুরীসহ প্রমুখ।
এতে প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিষ্ঠান ভিত্তিক সর্বোচ্চ নাম্বার ধারীদের বিশেষ পুরস্কার প্রদান করেন।
উক্ত পাঠাগারের সাধারণ সম্পাদক ও সদস্য মাওলানা মোহাম্মদ আমজাদ হোসাইন ও আশিকুর রহমানের সঞ্চালনায় সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার সভাপতি মাওলানা আবু তাহের আল কাদেরী। এতে প্রধান অতিথি ছিলেন, শাইকুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা সুলাইমান আনসারী।প্রধান বক্তা ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ জয়নুল আবেদিন আল কাদেরী। বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা ফয়জুল আলম, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ কাদেরী,মাওলানা বেলাল উদ্দিন, মাওনা কুতুব উদ্দিন মামুন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা ইমাম উদ্দিন। আরো অতিথি ছিলেন, রাঙ্গামাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।