
রফিকুল আলম,ফটিকছড়ি :
পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী(স.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান নূরানী ওয়াজ মাহফিল গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে আশু গোমস্তা বাড়ী জামে মসজিদে অনুষ্টিত হয়।
জামে মসজিদ পরিচালনা পরিষদ, প্রবাসী ও এলাকাবাসীর যৌথ আয়েজনে হযরতুলহাজ্ব মাওলানা মুফতি খাজা মুহাম্মদ আবু তাহের আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন,বিএনপি’র উত্তর জেলার সাবেক যুগ্ন আহবায়ক সরওয়ার আলমগীর। উদ্বোধক ছিলেন,সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন,গোমদন্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব মাওলানা মুফতি সরোয়ার কামাল আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন,রাউজান গর্জনীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আসিফ উল্লাহ কাদেরী ও আল হাসনাইন একাডেমির অধ্যক্ষ ও উক্ত মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ ইমাম উদ্দিন কাদেরী। আরো উপস্থিত ছিলেন,মোবারক হোসেন কাঞ্চন,নাজিম উদ্দিন শাহীন,সাবেক পৌর কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম চৌধুরী,আলহাজ্ব সোলায়মান,
মাস্টার মুহাম্মদ ওসমান খাঁ,
মাওলানা মুহাম্মদ আমজাদ হোসাইন শাহিন,এসএম আবু মনসুর,এমদাদুল ইসলাম,আহসানুল করিম রাজন,মুহাম্মদ সায়েম,রিফাত হোসাইন ও ইব্রাহিম আশরাফ প্রমুখ।