
রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি পৌরসভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও কুতুবুল আলম হযরতুলহাজ্জ আল্লামা হযরত শাহসূফী মীর আহমদ মুনিরী (রহ.)এর ৪৮ তম পবিত্র চন্দ্রবার্ষিক ওরস শরীফ উপলক্ষে আজিমুশান নূরানী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার ৩১ আগস্ট রাতে ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া গাউছিয়া বারীয়া মুনিরিয়া আহমদিয়া যুব কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে মীর মুনিরীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন
সৈয়দ মুহাম্মদ আবু বকর মুনিরী (ম:জি:আ:) সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সাবেক বিভাগীয় প্রধান হযরতুলহাজ্ব আল্লামা ড. এস.এম বোরহান উদ্দীন (মঃ জিঃ আঃ)।
মাহফিলে বিশেষ আলোচক ছিলেন দারুচ্ছুন্নাহ কাদেরীয়া দাখিল মাদ্রাসার মুদাররিস হযরত মাওলানা জসিম উদ্দীন আলকাদেরী ও মাওলানা বোরহান উদ্দিন শামছি। সৈয়্যদ আবু ইউসুফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হযরতুলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ আবু মোহছেন মুনিরী,অধ্যক্ষ মুসলেহ উদ্দিন মাদানী,হযরতুলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ ফখরুদ্দিন কাদের চৌধুরী, আলহাজ্ব সালাউদ্দিন কাদের চৌধুরী,আলহাজ্ব মাওলানা হাবিব আহমদ,সৈয়্যদ আবু হামেদ হাছান মুনিরী,সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রফেসর কুতুব উদ্দিন প্রমুখ।
মাহফিল শেষে সকল উম্মাহর শান্তি কামণা করে মোনাজাত পরিচালনা করেন,সাজ্জাদানশীন
সৈয়দ মুহাম্মদ আবু বকর মুনিরী (ম:জি:আ:)।