
এসএম রাশেদ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ২১ নভেম্বর শুক্রবার বিকালে চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার বাজালিয়া সদর ও বোমাংহাটের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী,পথচারী,চালকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মাঝে লিপলেট বিতরণ ও পথসভা করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি, চট্টগ্রাম আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু,সাবেক পৌরসভা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, চন্দনাইশ উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাহ্ফুজ, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক ইত্তাকার উদ্দিন রাজিব , সদস্য সচিব শহীদুল্লাহ, যুগ্ম আহবায়ক আজিজুল হক সিকদার, মোঃ চাত্তার প্রমুখ। এসময় পথসভায় অ্যাড. নাজিম উদ্দীন বলেন, সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, এমন বাংলাদেশ বিএনপি গড়ে তুলতে চায়। নতুন প্রজন্মও চায় দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠুক। তাই আগামী নির্বাচনে জাতীয়তাবাদীদল বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন।