রফিকুল আলম,ফটিকছড়ি :
মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যত্নিক সাধক হযরত গাউছুল আজম শাহছুফী সৈয়দ গোলামুর রহমান আল-হাচানী আল- মাইজভাণ্ডারী (ক:) প্রকাশ বাবা ভাণ্ডারীর আগামী ১৪ অক্টোবর ১৬৩ তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে এক প্রশাসনিক সমন্বয় সভা মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাতে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের দরবার হলে গাউছিয়া রহমান মঞ্জিলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বাবা ভাণ্ডারী পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ম.জি.আ.),ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম,হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাষ্টের মহা সচিব আলহাজ্ব কাজি মহসিন চৌধুরী, গাউছিয়া রহমান মঞ্জিলের আলহাজ্ব শাহাজাদা সৈয়দ নাজিম উদ্দিন মাইজভাণ্ডারী,আলহাজ্ব শাহসুফি সৈয়দ নজরুল হুদা আল হাসানী মাইজভাণ্ডারী, সৈয়দ ডাক্তার মিসকাতুন নুর,আলহাজ্ব শাহসুফি সৈয়দ ফাহিম মাইজভাণ্ডারী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আকরাম হোসেন,আজাদী বাজার বিদ্যুৎ অফিসের ডিজিএম ভজন কুমার বিশ্বাস, নানুপুর ইউপি প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম,এসকান্দর হোসেনসহ বিভিন্ন মঞ্জিলের প্রতিনিধি,সাংবাদিক,জনপ্রতিনিধি,যানবাহন সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মাওলানা মুহাম্মদ বাকের আনসারীর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন,জনপ্রতিনিধি, সাংবাদিক,যানবাহন শ্রমিক নেতা ও পাঁচ পাড়ার প্রতিনিধিরা।
সভায় পবিত্র খোশরোজ শরীফ সুন্দর ও সুষ্টু ভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশা-পাশি মঞ্জিলের স্বেচ্ছা সেবক নিয়োগ,যানবাহন নিয়ন্ত্রয় করে যানজট নিরসনের জন্য সার্জেন্ট সহ ট্রাফিক পুলিশ ,সি সি ক্যামরা স্থাপন,বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসা ব্যবস্থা ও সড়কে লাইটিংসহ আশেকানে ভক্তদের সুবিধার্থে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যানবাহন নিয়ে চট্টগ্রাম শহর হয়ে যারা মাইজভাণ্ডার শরীফে আসবেন,তাঁরা যেন হাটহাজারী বড় মাদ্রাসা অতিক্রম করার সময় মাইক,সাউন্ড ও বাদ্য বাজনা বন্ধ রাখে ;সে জন্য স্ব-স্ব মঞ্জিল তাদের ভক্তদের জানিয়ে রাখেন। আর এ ব্যাপারে জেলা পুলিশ সুপার,হাটহাজারী সার্কেল ও হাটহাজারী থানায় জানানো হবে। সভায় যে কোন ধরনের অসমাজিক ও নেশা জাতীয় কর্মকান্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
সভাশেষে সকল উম্মাহর কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করেন,শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।