
রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একজনকে আটক ও এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
গত শনিবার ২২ নভেম্বর দুপুরে থানাধীন নারায়ণহাট ইউনিয়নের পূর্ব শৈলকূপা গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলাম অভিযান চালিয়ে জরিমানা ও বালু জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এই প্রসঙ্গে বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য নারায়ণহাট এলাকায় হালদা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলণ প্রশাসনের ম্যারাথন অভিযানে ও বন্ধ করা যাচ্ছে না। একই ভাবে ধুরুং নদীর কাঞ্চনগর এলাকার দু’দিকে ও চলছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন। বালু খেকোরা রাতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে জমা করে। আর দিনে চলে জমজমাট বিক্রি।