
রফিকুল আলম,ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকায় পুকুরে ডুবে মোছাম্মৎ নুসাইবা নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার ৯ নভেম্বর থানাধীন ভূজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুসাইবা স্থানীয় মাওলানা মুহাম্মাদ একরামের একমাত্র কন্যা।
স্থানীয় সাংবাদিক কাউসার সিকদার বলেন,সকালে খেলা করার সময় শিশু নুসাইবা পরিবারের সদস্যদের অগোচরে অসাবধানতাবশত বসতঘরের পেছনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো:শাহ জাহান চৌধুরী শিপন বলেন, পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।