
রফিকুল আলম,ফটিকছড়ি ।
ভূমি মন্ত্রনালয়ের উপ সচিব এ টি এম আজহারুল ইসলাম রবিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে ফটিকছড়ি উপজেলা ভূমি অফিস পরিদর্শনে আসেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলাম ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে স্বাগত জানান।
পরে উপ সচিব আজহারুল ইসলাম কর্মকর্তাদের সাথে অনির্ধারিত একটি বৈঠকে মিলিত হন। এ সময় তিনি ভূমি অফিসের সেবা নিয়ে কথা বলেন। তাছাড়া উপ সচিব সকল ইউনিয়ন ভূমি অফিসে সেবার মান যাতে বিচ্যুতি না হয়; সে দিকে দৃষ্টি রাখার ওপর গুরাত্বারোপ করেন।
তিনি উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কোন সমস্যা থাকলে তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
উল্লেখ্য এটিএম আজাহারুল ইসলাম ফটিকছড়িতে ২০১৩ সাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে উপজেলা ভূমি সেবাকে অটোমেশন করে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।