
রফিকুল আলম,ফটিকছড়ি :
মাইজভাণ্ডার দরবার শরীফের আর্ধ্যাত্মিক সাধক উপমহাদেশের অন্যতম অলিয়ে কামেল শাহসুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাসানী আল মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারীর পৌত্র,শাহসূফী মাওলানা সৈয়দ শফিউল বশর আল-হাসানী আল মাইজভাণ্ডারীর পুত্র গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল- হাসানী আল মাইজভাণ্ডারীর ৪ দিন ব্যাপী ১৯-২২ আগস্ট খোশরোজ শরীফ গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফে শাহী ময়দানে আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মাহফিলে সাজ্জাদানশীন হযরত শাহসুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাসানী আল মাইজভাণ্ডারী আগমনের মূহুর্তে লোকেলোকারণ্য হয়ে ওঠে। মাহফিলে তিনি বলেন,আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাঁর একাত্ববাদে বিশ্বাস জরার জন্য। তাই গাউছুল আজম হযরত আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী ও গাউছুল আজম হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী কেবলার কাছ থেকে আমরা পবিত্র কোরআন সুন্নাহ্ আলোকে ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়া পেয়েছি। কোরআন সুন্নাহর মধ্যে যা আছে,তা ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার মধ্যে নিহিত। তাঁরা এই ক্ষমতা বলে ইসলাম ও কোরআন সুন্নাহ্ প্রচার করেছে।
তিনি আরো বলেন,মনে রাখতে হবে অলি-আউলিয়াগণের মরণের ও বিপদের ভয় নেই, আল্লাহ তাদের মুক্ত করে রেখেছেন দ্বীনের প্রচার ও কোরআন সুন্নাহ্ প্রচার করার জন্য।
গত ৪ দিন ব্যাপী খোশরোজ শরীফ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল বিভিন্ন কর্মসূচি পালন করেন।কর্মসূচির মধ্যে ছিল,মাইজভান্ডার দরবার শরীফে রওজায় গোসল,গিলাপ ছড়ানো,খতমে কোরআন,খতমে গাউছিয়া,মিলাদ মাহফিল, জিকির আজগার ও আলোচনা সভা।
সরেজমিনে গতকাল শুক্রবার সমাপনীতে মাইজভান্ডার শরীফে দেখা যায়,দেশের বিভিন্ন প্রান্ত হতে লাখো আশেকানে মাইজভাণ্ডারী ভক্তবৃন্দ বিভিন্ন যানবাহন যোগে মাইজভাণ্ডার শরীফে যাতায়ত অব্যাহত ছিল। নাজিরহাট হতে মাইজভাণ্ডার পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কে দীর্ঘ বিভিন্ন প্রকারের ভক্তদের নিয়ে আসা যানবাহনের সারি। সেই সাথে চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়কের নাজিরহাট পৌর এলাকার বিভিন্ন স্থানে শত শত যানবাহন সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে। ফটিকছড়ি থানা পুলিশ ও নাজিরহাট হাইওয়ে পুলিশ এবং আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের সেচ্ছা সেবকরা সার্বক্ষনিক যানজট নিরসনের জন্য দায়িত্ব পালন করেন।
আগত ভক্তরা মাইজভাণ্ডার শরীফে গাউছিয়া রহমান মঞ্জিলের বর্তমান সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল- হাসানী আল মাইজভাণ্ডারীর সাথে সারিবদ্ধ ভাবে স্বাক্ষাৎ করতে দেখা যায়। ভক্তবৃন্দরা মাইজভাণ্ডার দরবার শরীফের বিভিন্ন রওজা শরীফে নিজের ও স্বজনদের মনোবাসনা পুরনের জন্য কোরান তেলওয়াত, জিকির,আজগর করে আল্লাহর নিকট প্রার্থনায় মশগুল ছিলেন।
মাহফিল শেষে বিশ্বের সকল উম্মার শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল- হাসানী আল মাইজভাণ্ডারী।
এদিকে খোশরোজ শরীফ সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়াতে প্রশাসন ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আশেকানে ভক্তদের নিকট কৃতজ্ঞতা জানান, আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের পক্ষে শাহাজাদা ছৈয়দ নুরুল বশর আল্-হাচানী আল্-মাইজভাণ্ডারী।