
রফিকুল আলম,ফটিকছড়ি :
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পিকাপ-মোটর সাইকেল মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইয়াসিন আরফাত তাহসিন নামে ফটিকছড়ির এক কিশোর নিহত হয়েছেন। এঘটনায় আরো একজন আহত হয়।
শুক্রবার ৩১ অক্টোবর সন্ধ্যায় উক্ত উপজেলার রসুলপুর যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে।
সুয়াবিল তৈয়বিয়া মাদ্রাসার ছাত্র
মুহাম্মদ ইয়াসিন আরফাত তাহসিন নাজিরহাট পৌরসভার ১ ওয়ার্ডের সুয়াবিল তৈয়্যবিয়া পাড়ার ব্যবসায়ী সামশুল আলমের একমাত্র ছেলে।
এঘটনায় গুরুতর আহত আরেকজনকে স্থানীয়রা উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।