1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন। ফটিকছড়ির কাঞ্চননগরে আগুনে পুড়ল ৬ বসত ঘর। ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটার সময় ৬টি ডাম্প ট্রাক-খননযন্ত্র জব্দ। শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত। শাহ্সুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী খোশরোজ শরীফের সমন্বয় সভা অনুষ্টিত। ফটিকছড়িতে বন বিভাগের জায়গা উদ্ধার করতে গিয়ে ৩ জন আহত। ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ফটিকছড়ির ৩ জন নিহত। আহত-৩। চন্দনাইশে কেশুয়া মডেল শিশু নিকেতনে ক্ষুদে শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সভা অনুষ্ঠিত। ফটিকছড়ির হাজিরখীল অগ্রণী সংঘের ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

মুড়ি বেচেই চলত সংসার, এখন সেই বিক্রেতাই জেলে: দোহাজারীতে প্রশাসনের অভিযানে নিন্দার ঝড়

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

চন্দনাইশ প্রতিনিধি
নুন আনতে পান্তা ফুরায় এমন এক সংসারে প্রতিদিন মুড়ি বিক্রি করে দুমুঠো ভাতের যোগান দিতেন তিনি। কিন্তু প্রশাসনের এক ঝটিকা অভিযান তছনছ করে দিয়েছে সেই ২ মুড়ি বিক্রেতার সংসার । গত ৫ জানুয়ারি বিকেলে দোহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে মোবাইল কোট সেই মুড়ি বিক্রেতাসহ ৭ ক্ষুদ্র ব্যবসায়ীকে কারাদন্ড দেওয়ার ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

জানা যায়, কোনো পূর্ব সতর্কতা বা সময় না দিয়ে দরিদ্র এসব মানুষকে সরাসরি জেলে পাঠানোয় স্থানীয় আইনজীবী ও সচেতন মহলসহ সামাজিক যোগাযোগ মাধ্যম পেইসবুকেও তীব্র ক্ষোভের বহিঃ প্রকাশ ঘটেছে। ফলে অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবারে অনাহার ও অর্ধহারসহ দিশেহারা হয়ে পরিবারে বইছে কান্নার রোল। সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯২(১) ধারায় দন্ডপ্রাপ্তরা হলেন, আব্দুল কুদ্দুস, আকতার হোসেন, মো. পারভেজ ও হাসান (প্রত্যেকে ২ মাস করে), সুমন দে (১৫ দিন), মো. হাসান (৭ দিন) ও মো. নুরুল আলম বাবুল (৫ দিন)। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের পায়ে ধরে ক্ষমা চান।

তারা মুচলেকা দিয়ে ফুটপাত ছেড়ে দেওয়ার অঙ্গীকার করলেও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ঝন্টু চাকমা তা আমলে না নিয়ে সর্বোচ্চ সাজা দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেন। সাজাপ্রাপ্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবাররা জানান, সাজাপ্রাপ্ত সুমন দে একজন হৃদরোগী। প্রতিদিন মুড়ি বিক্রি করে মাত্র ২০০-৩০০ টাকা লাভে তার সংসার চলত। এখন তার পরিবার অনাহারে দিন কাটাচ্ছে। ২ মাস সাজাপ্রাপ্ত আব্দুল কুদ্দুস ভ্যানে করে জুতা বিক্রি করতেন এবং পারভেজ মহাসড়ক বড় হওয়ার পর দোকান হারিয়ে ফুটপাতে অল্প কিছু ফল নিয়ে বসতেন। তাদের স্বজনদের প্রশ্ন টাকা থাকলে কি আমরা ফুটপাতে রোদ-বৃষ্টিতে ভিজে ব্যবসা করতো? জেলে পাঠানোর পর আইনিসহযোগীতা নেওয়ার জন্যও টাকা তো দুরের কথা এখন তাদের না খেয়ে মরা ছাড়া উপায় নেই। দোহাজারী বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাদশা মিয়া আক্ষেপ করে বলেন, “ব্যবসায়ীরা প্রতি বছর সরকারকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব দিয়ে ব্যবসা করে। মহাসড়ক প্রশস্ত হওয়ায় সাধারণ ব্যবসায়ীরা জায়গা হারিয়ে বেকার হয়ে পড়েছেন। এসিল্যান্ড মাত্র ৩ মাস আগে উপজেলায় যোগদান করেছেন। তিনি একবারও সতর্ক না করে বা জরিমানা না করে সরাসরি সর্বোচ্চ সাজা দিয়েছেন, যা কোনোভাবেই মানবিক প্রশাসনের কাজ হতে পারে না।

এদিকে এই সাজাকে ‘লঘু পাপে গুরুদন্ড’ হিসেবে দেখছেন স্থানীয় আইনজীবীরা। তারা বলছেন, যেখানে বড় বড় মহাসড়কের পাশে প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের অনীহা দেখা যায়, সেখানে পেটের দায়ে লড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন ধ্বংস করা আইনের অপপ্রয়োগ। আইনি সহায়তা নিতে আসা পরিবারের সদস্যদের অভিযোগ, সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর পর মামলার নকল কপি (সার্টিফাইড কপি) সংগ্রহ করতে গেলেও এসিল্যান্ড কার্যালয় থেকে নানা অজুহাতে সময়ক্ষেপণ করে যাচ্ছেন। অসহায় এসব মানুষের দ্রুত মুক্তি এবং প্রশাসনের এই বিতর্কিত ভূমিকার প্রতিবাদে দোহাজারী ও চন্দনাইশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে।
এব্যাপারে দোহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু চাকমা বলেন, দোহাজারী বাস ষ্টেশনে ফুটপাত দখল করে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করছেন যার ফলে মহাসড়কের যানযট সৃষ্টি হওয়ায় এই অভিযান পরিচালিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট