1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ আসছে একই পরিবারের ৩ জনের লাশ। কাল বিকাল ৩ টায় জানাযা। প্রবাসে এক বছরে ফটিকছড়ির ১৪ জনের মৃত্যু। রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন। ফটিকছড়ির কাঞ্চননগরে আগুনে পুড়ল ৬ বসত ঘর। ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটার সময় ৬টি ডাম্প ট্রাক-খননযন্ত্র জব্দ। শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত। শাহ্সুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী খোশরোজ শরীফের সমন্বয় সভা অনুষ্টিত। ফটিকছড়িতে বন বিভাগের জায়গা উদ্ধার করতে গিয়ে ৩ জন আহত। ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ফটিকছড়ির ৩ জন নিহত। আহত-৩। চন্দনাইশে কেশুয়া মডেল শিশু নিকেতনে ক্ষুদে শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সভা অনুষ্ঠিত।

রাউজানে ইসলামী ফ্রন্টের বিশাল নির্বাচনী সমাবেশ ও র‍্যালীতে মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াস নূরী।

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া লেগেছে রাউজানে। রাউজানকে বাসযোগ্য ও শান্তির জনপদে বিনির্মানের প্রত্যয়ে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা শাখা বিশাল প্রীতি সমাবেশ করে দলের শক্তিমত্তার জানান দিয়েছে। গতকাল ২৯ নভেম্বর শনিবার রাউজানের প্রাণকেন্দ্র জলিল নগর বাস ষ্টেশন চত্ত্বরে সংগঠনের সভাপতি ও বৃহত্তর সুন্নি জোটের রাউজান সংসদীয় আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী জননেতা অধ্যক্ষ ইলিয়াস নূরীর সভাপতিত্বে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা এম সোলাইমান ফরিদ। প্রীতি সমাবেশ প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমনের যৌথ পরিচালনায় সমাবেশে উদ্বোধক ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি জননেতা অধ্যক্ষ সৈয়্যদ মোহাম্মদ জামাল উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, দেশ পরির্বতনের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে এবং কয়েকটি দল মিলিত হয়ে ক্ষমতার ভাগাভাগির রাজনীতিতে জড়িত। ক্ষমতার এই বণ্টনমূলক নীতি জনগণ কখনও মেনে নেবে না। প্রধান অতিথিআল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ বলেছেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসনের গুরুত্ব অপরিসীম। কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে। বার আওলিয়ার পূর্ণ ভূমি রাউজানের মানুষ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করতে হবে সুন্নিজনতাও সংসদে প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখে।দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী বলেন , রাউজান এখন সন্ত্রাসীদের দখলে আছে। সন্ত্রাস মুক্ত উপজেলা গঠন করতে হবে। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সুফিবাদি চেতনার নেতৃত্ব অপরিহায্য । তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় আছেন। সুন্নিপন্থি প্রার্থীদের বিজয়ই সুশাসনের একমাত্র পথ। তিনি আগামী নির্বাচনে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট রাউজান (উত্তর) শাখার সভাপতি উপাধ্যক্ষ আল্লামা শামসুল আলম নঈমী, শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন, জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসেন। এতে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ আবু জাফর আলকাদেরী, অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আলকাদেরী,মাওলানা মাহবুবুর রহমান হাবীবি মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা জিল্লুর রহমান হাবিবী, মাওলানা ইদ্রিস আনসারী, মুহাম্মদ ইসমাইল, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, দিদারুল আলম,অহিদুল আলম, মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী, মুহাম্মদ জানে আলম, মাওলানা শওকত হোসাইন রেজভী,মাওলানা শামসুল আলম হেলালী, ,মাওলানা মোহাম্মদ মাহাবু মাওলানা মনসুর নেজামী, শফিকুল ইসলাম ফারুকী, সালামত আলী, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ নুরুল হায়দার, মুহাম্মদ আবু রায়হান, মাছুমুর রশিদ,কাজী মাওলানা শওকত,হাসান সওদাগর তৈয়্যবী, এরশাদ খোন্দাকার, কে এম রিমন, আজম কোম্পানী,কে এম আজাদ রানা, তাজুল ইসলাম আসিফ, কাজী মুহাম্মদ কায়েস উদ্দিন, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ আসিফ তানভীর, মুহাম্মদ শওকত উদ্দিন প্রমূখ।
সমাবেশ শেষে বিশাল এক র‍্যালী চট্টগ্রাম রাঙামাটি সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট