1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ আসছে একই পরিবারের ৩ জনের লাশ। কাল বিকাল ৩ টায় জানাযা। প্রবাসে এক বছরে ফটিকছড়ির ১৪ জনের মৃত্যু। রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন। ফটিকছড়ির কাঞ্চননগরে আগুনে পুড়ল ৬ বসত ঘর। ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটার সময় ৬টি ডাম্প ট্রাক-খননযন্ত্র জব্দ। শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত। শাহ্সুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী খোশরোজ শরীফের সমন্বয় সভা অনুষ্টিত। ফটিকছড়িতে বন বিভাগের জায়গা উদ্ধার করতে গিয়ে ৩ জন আহত। ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ফটিকছড়ির ৩ জন নিহত। আহত-৩। চন্দনাইশে কেশুয়া মডেল শিশু নিকেতনে ক্ষুদে শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সভা অনুষ্ঠিত।

রাউজানে গণ সংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদারের মনোনয়ন পত্র দাখিল।

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

 

প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া দুইজন প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গণ সংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি বিকেল ৩টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহেদুল ইসলাম মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন দলীয় নেতাদের সাথে নিয়ে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়ন দাখিল করে
নাসির উদ্দিন তালুকদার জানান, পরিবর্তনের ছোঁয়া লেগেছে রাউজানে। একটি সুখি ও সমৃদ্ধ উপজেলা বিনির্মানে উদ্বুদ্ধ হয়ে আমি নির্বাচন করতে যাচ্ছি।
উল্লেখ, তিনি উপজেলার বাগোয়ান ইউনিয়নের
আব্দুস ছত্তার তালুকদার ও রাজিয়া সুলতানার পুত্র নাছির উদ্দীন পেশায় একজন ব্যবসায়ী।
১৯৯৬ সাল থেকে ছাত্র রাজনীতি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হয় । ১৯৯৫ সালে ছাত্র ইউনিয়নের সদস্য পদ গ্রহণ করলেও ১৯৯৬ সাল থেকে মুলত বিজ্ঞান চেতনা পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে পাঠচক্র পরিচালনা করেন তিনি। পাঠচক্র ও বই পাঠ কর্মসূচির মাধ্যমে তরুণদের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি কার্যক্রম পরিচালনা করেন । পরবর্তীতে ২০০১ সালে অনানুষ্ঠানিক ভাবে ছাত্র ফেডারেশন এবং ২০০২ সালে গণসংহতি আন্দোলন নামে রাজনৈতিক জোটের মাধ্যমে জাতীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে । তখন থেকেই জাতীয় এবং আঞ্চলিক বিভিন্ন সামাজিক , রাজনৈতিক এবং জাতীয় সম্পদ রক্ষা কমিটির সাথে জোট গত ভাবে সক্রিয় হন । ২০১৬ সালে গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার নির্বাহী সদস্যের দায়িত্ব গ্রহণ করে । ২০২১ সালের চতুর্থ কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয় এবং ২০২২ সালের প্রথম চট্টগ্রাম জেলা সম্মেলনে যুগ্ম নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত হয়।
সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি প্রয়াসে ২০২২ সালে সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটি গঠিত হয় । সেই কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হন । সর্বশেষ ২০২৫ সালে প্রথম চট্টগ্রাম উত্তর জেলা সম্মেলনে উত্তর জেলার প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছিল।
বিশেষ ভাবে “দক্ষিণ রাউজান উন্নয়ন বাস্তবায়ন কমিটি” এর ব‍্যানারে দক্ষিণ রাউজানের জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কাজ শুরু করেন। বিজ্ঞান চেতনা পাঠাগারের মাধ্যমে মূলত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়, এতে ছাত্র ফেডারেশন ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন সময় অংশগ্রহণ করেন ।
চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে মহানগরে গণসংহতি আন্দোলন ও রাজনৈতিক বিভিন্ন জোটের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে আলোচিত মুখ হন তিনি। ব‍্যবসার প্রয়োজনে বিভিন্ন সময় দেশের বাইরে অবস্থান করার সময় ছাড়া বাকি সময়ে দলের ও জোটের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি ।
শিক্ষাগত যোগ্যতা: তিনি ১৯৯৪ চুয়েট স্কুল এন্ড কলেজ থেকে এস এস সি, ১৯৯৬ সালে ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি ও ১৯৯৮ ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজ থেকে
স্নাতক বি, কম পাস করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট