
রাউজান প্রতিনিধিঃ
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ এহছান উল্লাহ (২৬) নামের এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ড শরীফ বাড়ির মিঠা পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
এহছান উল্লাহ ঐ এলাকার মো. লোকমানের পুত্র। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। স্থানীয় ফকিরহাটে রাউজান সু নামে তার বাবার প্রতিষ্ঠানটি চালাতেন ।
নাছির উদ্দীন বাবুল নামে স্থানীয় এক শিক্ষক জানান, গত ২৫ দিন আগে তার বিয়ে হয়েছিল।এখনও তাঁর হাতের মেহেদী রং শুকায়নি।
নিহতের চাচা মাওলানা আনোয়ার হোসেন জানান, দুপুরে বাড়ির পাশে বাঁশ কাটছিলেন সেই। হাতে থাকা কাঁচা বাঁশটি হঠাৎ পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনুসেন দাশগুপ্ত বলেন, ‘তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। বিষয়টি রাউজান থানাকে জানানো হয়েছে।’এলাকাবাসী জানান, এক মাসও হয়নি সংসার শুরু করারএর মধ্যেই শেষ হলো এক তরুণ জীবনের সব স্বপ্ন। তাঁর মৃত্যুতে এলাকায় শোক ছায়া নেমে আসে। মোহাম্মদ এহছান উল্লাহ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাউজান পৌরসভার সাবেক কমিশনার বিএনপি নেতা রেজাউল রহিম আজম। তিনি এক শোক বার্তায় অকালে মৃত্যু হওয়া এহসানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।