1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় জায়গা-সম্পত্তি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের তিনজন আহত আনোয়ারা-কর্ণফুলীতে এনসিপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময় সভা। হাসপাতাল নির্মাণের জন্য ভূমি বরাদ্দের ব্যবস্থা নেয়া হবে-  লন্ডনে নাগরিক সংবর্ধনায় চসিক মেয়র ডা. শাহাদাত।  ফটিকছড়ি সদরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও মশাল মিছিল ।। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পরবর্তী অন্তর্বর্তী সরকারের বিবৃতি আদালত অবমাননার প্রতিবাদে রাউজান নোয়াপাড়ায় এলাকার নারী পুরুষের মানববন্ধন ফটিকছড়ির হেয়াঁকো বাজারে বিএনপির মনোনয়ন আজিম উল্লাহ বাহারকে দেওয়ার দাবিতে মানববন্ধন ও মিছিল ।। চন্দনাইশে বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণ-সমাবেশ ফটিকছড়িতে ২ সন্তানের জননীর লাশ উদ্ধার। হত্যা না আত্নহত্যা রহস্য জনক। ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন আজিম উল্লাহ বাহারকে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।।

রাউজানে যুবদল কর্মীকে পাঁচ গুলিতে ঝাঁঝরা করে হত্যা।

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে গত ৭ অক্টোবর প্রকাশ্য দিবালোকে মদুনাঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় খুন হয়েছিল বিএনপি নেতা আবদুল হাকিম। এ হত্যার রেশ না কাটতেই হত্যার ১৯ দিনের মাথায় আবারও প্রকাশ্য দিবালোকে খুন হয়েছে আলমগীর (৫৫) প্রকাশ ডাকাত আলম নামে আরও এক যুবদল কর্মী। তাঁকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। একই সাথে যুবদল নেতা রিয়াজ (৩০) ও আকিব (২৮) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছে। নিহত ও আহতরা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপির গোলাম আকবর খোন্দকার অনুসারী। শনিবার ২৫ অক্টোবর বিকাল ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ রশিদারপাড়া সড়কের কায়কোবাদ আহম্মদ জামে মসজিদের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীর আলম মোটর সাইকেল ও একটি সিএনজি অটোরিকশা যোগে ভাই, স্ত্রী সন্তান সহ দুপুরের দিকে বোনের বাড়ি রশিদার পাড়া এলাকায় দাওয়াত খেতে গিয়েছিল। দাওয়াত খেয়ে ফেরার পথে রশিদার পাড়া সড়কের কায়কোবাদ আহম্মদ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে পূর্ব থেকে জঙ্গলে ওঁৎপেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা সামনে থাকা মোটরসাইকেল ও পিছনে থাকা সিএনজি অটোরিকশা গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবদল নেতা আলমগীর আলম। পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
নিহত যুবদল নেতা পৌরসভার চৌধুরী মার্কেট এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত আবদুস সত্তারের পুত্র।

রাউজান থানা সূত্রে জানা যায়, নিহত আলমগীর আলমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অন্যান্য অপরাধে ৪/৫ টি মামলা রয়েছে।

নিহতের স্ত্রী লাভলী আক্তার বলেন, আমার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম (নিহত আলম) সহ। আসার সময় পথ আটকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমি এর বিচার চাই।
নিহত আলমের পুত্র প্রত্যক্ষদর্শী আফায়েত হোসেন বলেন, আমিসহ স্ব পরিবারে দুপুরে ফুফুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। দাওয়াত খেয়ে ফেরার পথে কায়কোবাদ আহম্মদ জামে মসজিদে সামনে এলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে আমার বাবাকে হত্যা করে। আমি পালিয়ে রাবার বাগান আর্মি ক্যাম্পে আশ্রয় নিয়ে পুলিশকে ফোন করি। তিনি বলেন, আমার বাবা আগে বিএনপি নেতা সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর রাজনীতি করতেন। বর্তমানে বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের রাজনীতি করেন। কিছুদিন আগে আমার দাদার মৃত্যু হলে গোলাম আকবর খোন্দকার শোক প্রকাশ করায়, আমার বাবাকে হত্যার পরিকল্পনা করেন স্থানীয় বিএনপির নেতা আবু বক্কর চৌধুরী, ইউসুফ মাহমুদ ও বখতিয়ার আলম ফকির। তাদের পরিকল্পনায় শীর্ষ সন্ত্রাসী রায়হানের নেতৃত্বে এই হত্যার ঘটনা ঘটায়। তার দাবি এ হত্যার মিশনে মোটরসাইকেল যোগে ২০/৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী অংশ নিয়েছিল।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিহত আলমের শরীরে পাঁচটি স্থানে গুলি লাগে। বুকের বাম ও ডান পাশে দুইটা ও তলপেটের একটা সহ কোমরে একটা গুলিবিদ্ধ হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেছে নিহত আলমগীর আলমে বক্তব্যে রাখতে গিয়ে বলেছেন তাঁকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। বখতিয়ার আলম ফকির, আবু বক্কর চৌধুরীসহ অনেকের নাম উল্লেখ করেছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে । তিনি বলেন, প্রাথমিক ভাবে শীর্ষ সন্ত্রাসী রায়হানের নেতৃত্বে এঘটনা ঘটেছে বলে শুনেছি। হত্যার ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট