1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ফটিকছড়িতে অদম্য নারীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান। ফটিকছড়িতে আবৃত্তি মঞ্চের আহবায়ক কমিটি গঠন। চিরকুট লিখে ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রী’র আত্নহত্যা! অনুমোদনহীন সাঙ্গু ট্রমা হাসপাতালে উপজেলা প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা। ফটিকছড়িতে অধ্যক্ষ নুরুল আমিন; জামায়াতের অফিস হচ্ছে আত্মশুদ্ধি, দাওয়াত ও শিক্ষা কার্যক্রমের কেন্দ্র। চন্দনাইশের পূর্ব সাতবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। ফটিকছড়িতে কৃষক সমাবেশ ও দোয়া মাহফিল। শেখ হাসিনার কারনে বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন- সরওয়ার আলমগীর কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-কার্তুজসহ আটক ১ নাজিরহাট এলাকায় বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে ১ জন খুন,আহত-২। দক্ষিণ হিংগলায় আজিমুশশান মাইজভান্ডারী সম্মেলনে ড. মুহাম্মদ জসীম উদ্দিন।

শহর ছাড়িয়ে গ্রামেও এডিস মশার উপদ্রব। অসচেতন পরিবারে ডেংগুতে আক্রান্ত হচ্ছে শিশুসহ অন্যরাও

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

ডেংগু জ্বর ব্যাপকভাবে ছড়াচ্ছে গ্রামেও। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়ায় ১০০ পরিবারের একটি সোসাইটিতে ৫ টি পরিবার ডেংগুতে আক্রান্ত হয়েছে। জটিলতা নিয়ে হাসপাতালেও ভর্তি হচ্ছে অনেকে। এভাবে ছড়ালে গ্রামীণ জনপদও ডেংগুর জন্য দায়ী এডিস মশার অভয়ারণ্যে পরিণত হবে। বিপদ এড়াতে জেনে নিন ডেংগু কী এবং আক্রান্ত হলে কি করবেন।

ডেঙ্গু এডিস মশার কামড়ে ছড়ায়। লক্ষণগুলোর মধ্যে হঠাৎ জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা ও প্লেটলেট কমে যাওয়া উল্লেখযোগ্য। সময়মতো চিকিৎসা না নিলে জটিলতা হতে পারে। তাই মশা থেকে সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাই প্রধান প্রতিরোধ।

বর্ষা শুরু হলেই ডেঙ্গু জ্বরের ঝুঁকি অনেক বেড়ে যায়। এই সময়ে ডেঙ্গুর মশা খুব বেশি সক্রিয় হয় এবং এর কামড় থেকে ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু একটি গুরুতর অসুখ, যার ফলে প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা, গাঁটে ব্যথা ও শক্ত হয়ে যাওয়া ইত্যাদি হয়। এতে শরীর দুর্বল হয়ে পড়ে। সাধারণ জ্বরের তুলনায় ডেঙ্গু অনেক বিপজ্জনক, কারণ এর মৃত্যুহার প্রায় ১.৩%। সময়মতো চিকিৎসা নিলে শরীরে অণুচক্রিকা  (Platelets)  কমে যাওয়া রোধ করা যায় এবং অনেক জটিলতা থেকে বাঁচা যায়।

ডেঙ্গু জ্বর ডেঙ্গু ভাইরাসের কারণে হয়, যা এডিস মশার (Aedes mosquito) কামড়ে ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এটিকে বড় ধরনের রোগের তালিকায় রেখেছে। ডেঙ্গু বেশি দেখা যায় আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

ডেঙ্গু ভাইরাসের ৪টি ধরন আছে — DENV-1, DENV-2, DENV-3, DENV-4। যদি মশা কোনো আক্রান্ত মানুষকে কামড়ায়, ভাইরাস মশার শরীরে প্রবেশ করে। পরে সেই মশা যখন কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তখন ভাইরাস রক্তে ঢুকে শরীরে ছড়িয়ে পড়ে।

এডিস এজিপ্টি মশা ডেঙ্গু ছড়ায়। আক্রান্ত মানুষকে কামড়ালে ভাইরাস মশার শরীরে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে সংক্রমণ হয় না। ভাইরাস সক্রিয় হতে ৮–১২ দিন লাগে। এরপর মশা সুস্থ কাউকে কামড়ালে ভাইরাস তার রক্তে ঢুকে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে।

ডেঙ্গুতে প্লেটলেটসের সংখ্যা ওঠা-নামা করে। সাধারণত একজন সুস্থ মানুষের প্লেটলেটস ১.৫–৪ লাখ ইউনিট হওয়া উচিত। ১ লাখের নিচে নেমে গেলে তা বিপদের লক্ষণ।

সাধারণ জ্বর হয় ভাইরাস অথবা ব্যাকটেরিয়ায়, যেমন সর্দি/ ফ্লু, আর ডেঙ্গু হয় এডিস মশার কামড়ে।
লক্ষণ হচ্ছে সাধারণ জ্বরে হালকা থেকে মাঝারি জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা হয় এবং ২–৩ দিনে সেরে যায়। ডেঙ্গুতে হঠাৎ প্রচণ্ড জ্বর (৩৯–৪০°C), চোখের পেছনে ব্যথা, পেশি ও গাঁটে তীব্র ব্যথা (“ব্রেকবোন ফিভার”), ক্ষুধামন্দা, চরম ক্লান্তি হয়। কয়েকদিন পর ত্বকে লাল ফুসকুড়ি বা রক্তক্ষরণের দাগ দেখা যায়। ডেঙ্গুতে প্লেটলেটস দ্রুত কমে যায়, ফলে মাড়ি/নাক থেকে রক্ত পড়া, গায়ে নীলচে দাগ বা প্রস্রাবে রক্ত আসতে পারে।

আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণ জ্বরে বিশ্রাম, তরল খাবারই যথেষ্ট। ডেঙ্গুতে ডাক্তারের তত্ত্বাবধান, নিয়মিত প্লেটলেটস পরীক্ষা ও প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হয়।
ডেঙ্গু মশার কামড়ের ৪–৬ দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়, যা ১০–১২ দিন থাকে —
হঠাৎ উচ্চ জ্বর (১০২°F পর্যন্ত বা বেশি)
প্রচণ্ড মাথা ব্যথা
চোখের পেছনে ব্যথা
তীব্র ক্লান্তি ও দুর্বলতা
২–৫ দিনের মধ্যে ত্বকে লাল দাগ
নাক বা মাড়ি থেকে রক্ত পড়া
এসব হলে অবিলম্বে ডাক্তার দেখান।

ডেঙ্গু হয়েছে কিনা জানতে রক্ত পরীক্ষা করতে হয়, যাতে ভাইরাসের অ্যান্টিবডি ও রোগ প্রতিরোধ ক্ষমতা যাচাই হয়। দেরি হলে লিভার ফাংশন টেস্ট (LFT), কিডনি ফাংশন টেস্ট (KFT), এক্স-রে, ইসিজি, আল্ট্রাসাউন্ড ইত্যাদি করানো হয়।

ডেঙ্গুর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই। চিকিৎসা মূলত লক্ষণ অনুযায়ী হয় —
প্যারাসিটামল বা টাইলেনল ডাক্তারের পরামর্শে নিন (ব্যথা/জ্বরের জন্য)। বেশি পরিমাণে পানি, স্যুপ, জুস ইত্যাদি পান করুন। চারপাশে পানি জমতে দেবেন না।
ডেঙ্গু প্রতিরোধের জন্য মশারি ব্যবহার করুন, ফুলহাতা জামা পরুন, মশা তাড়ানোর ক্রিম ব্যবহার করুন।
বাড়ির-আশেপাশে পানি জমতে দেবেন না, ড্রাম/টব ঢেকে রাখুন।
ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবিলম্বে ডাক্তার দেখান। ডেঙ্গু মশার কামড় থেকে বাঁচা সবচেয়ে জরুরি। আক্রান্ত হলে শরীর ঢেকে রাখুন, পেঁপে পাতা, গিলয়, ছাগলের দুধ ইত্যাদি খেতে পারেন। সুষম খাদ্য, ব্যায়াম ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ডেঙ্গু ও অন্যান্য রোগ থেকে সুরক্ষা দেয়।

মনে রাখতে হবে –
ডেংগু হলে দেখা যেতে পারে উচ্চ জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, দুর্বলতা, ক্ষুধামন্দা, ত্বকে লাল দাগ, বমি, পাতলা পায়খানা। প্লেটলেটস ১.৫–৪ লাখ ইউনিট স্বাভাবিক, ১ লাখের নিচে বিপজ্জনক।
ডেঙ্গুতে পেঁপে পাতা, ছাগলের দুধ, গিলয় ইত্যাদি উপকারী

ডেংগু আক্রান্ত শিশুদের লক্ষণ হলো
উচ্চ জ্বর (১০৪°F), মাথা ব্যথা, গাঁট-পেশি ব্যথা, ক্লান্তি, বমি, ত্বকে লাল দাগ, রক্তপাত।

ডেংগু সরাসরি একজন থেকে আরেকজনে ছড়ায় না। শুধুমাত্র আক্রান্ত এডিস মশার কামড়ে ছড়ায়।

যদি আক্রান্ত হন তবে বিশ্রাম নিন, বেশি পানি পান করুন, প্যারাসিটামল নিন, পেঁপে পাতা, ডালিম বা জামের রস খান। শক্ত খাবার এড়িয়ে চলুন। ডেংগু বিষয়ে নিজে সচেতন থাকুন, অন্যদের সচেতন করুন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট